Also read in

রাজস্থানের কোটায় আটকে পড়া ৩৯১ পড়ুয়া গুয়াহাটি এলেন রাত তিনটেয়, স্বাগত জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত

রাজস্থানের কোটা থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় তিন দিন ভ্রমণ শেষে আজ ভোর রাতে গুয়াহাটি ফিরে এলেন ৩৯১ জন পড়ুয়া। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ভুলে আনন্দ ও খুশি তাদের অভিব্যক্তিতে ধরা পরল। টানা তিনদিন যাত্রা শেষে গুয়াহাটি পৌছতে রাত তিনটা বেজে গেলেও তাদের স্বাগত জানাতে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা। সরুসজাই ষ্টেডিয়ামে ছেলেদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে, মেয়েদের রাখা হবে হোটেলে।

স্টেডিয়ামে পড়ুয়াদের স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ছাত্র-ছাত্রীদের সোয়াব টেস্ট করা হবে তবে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সবগুলোই নেগেটিভ আসবে। কোটা জেলার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ঐ স্থানে পেইং গেস্ট হিসেবে থাকা ১১ জন ছাত্রের কোভিড১৯ পজিটিভ এসেছে, তাই সঠিক সময়েই সবাই এসে গেছে। তবে ঢিলে দেওয়া চলবে না, কোয়ারেন্টাইন থাকতে হবে ১৪ দিন। কামরূপ জেলার উপায়ুক্ত প্রতিদিন এসে খবরা খবর নেবেন। প্রশাসনের সাথে সহযোগিতা করতে হবে। মেয়েদেরকে হোটেলে রাখা হবে, তারা হোটেলে নিজের রূমেই থাকতে হবে, অন্য রূমে যাওয়া চলবে না এমনকি হোটেলের লবিতেও আসতে পারবেনা।

উল্লেখ্য,কোটায় আটকে পড়া ছাত্র-ছাত্রীরা রাজ্য সরকারের সাথে যোগাযোগ করার পর তাদের ফিরিয়ে আনতে আসাম পুলিশের এক বিশেষ দল বিমানে রাজস্থানে গিয়েছিল। এই পুলিশ দল তথা আরও যারা বাস গুলোতে ছিলেন তাদের সবাইকেই কোয়ারেন্টাইনে রাখা হবে।

Comments are closed.