Also read in

দিন দুপুরে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই: শিলচরে ৭.৫, হাইলাকান্দিতে ১.৪০ লাখ

বরাক উপত্যকা লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে। প্রকাশ্য দিবালোকে নাজুক আহমেদ লস্কর নামক এক পুলিস কর্মীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা ছিনিয়ে নেয় বাইকে আসা দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ রাধামাধব রোডের মোড়ে।

শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুর এলাকার নাজুক উ লস্কর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিউ শিলচর শাখা থেকে সাড়ে সাত লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।সেই ঋণের অর্থ ব্যাংক থেকে তুলে বাইকে চড়ে আসছিলেন প্রেমতলার দিকে, টাকার ব্যাগ ছিল বাইকের হ্যান্ডেলে। হাসপাতাল রোড ও রাধামাধব রোডের সংযোগস্থলে পৌঁছার পর হঠাৎ অন্য একটা বাইক এসে তার বাইকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে নাজুক উদ্দিন বাইক সহ ছিটকে পড়েন, সেই সুযোগে অন্য বাইকের আরোহী ছিনতাইবাজরা তার টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুতবেগে বাইক নিয়ে পালিয়ে যায়। ধাক্কায় বেসামাল হওয়ায় নাজুক উদ্দিনের পক্ষে তাদের বাধা দেওয়া সম্ভব হয়নি। এই ঘটনায় নাজুক উদ্দিন সদর থানায় এজাহার দাখিল করেছেন, এখন পর্যন্ত কোনো খবর নেই।

এদিকে একই দিনে হাইলাকান্দিতে অপর এক ঘটনা সংঘটিত হয়। পনেরো দিনের মাথায় ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল হাইলাকান্দিতে।। এবার এক মহিলার লক্ষ টাকা ছিনতাই করল দুস্কৃতিরা।। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনদুপুরে জেলা সদর হাইলাকান্দিতে ।।। শহরের লালা রোড়ে এদিন ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পুলিশ তদন্তে নামলেও টাকা উদ্ধার কিংবা দুস্কৃতিকারীদের কোনও সন্ধান বের করতে পারে নি।।

জানা গেছে, হাইলাকান্দির কাটলিছড়া থানাধীন রংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা হিমাংশু সিংহের স্ত্রী প্রসুনবালা মালাকার এদিন তার ছেলে প্রান্তজ্যোতি সিংহকে নিয়ে দুপুরে হাইলাকান্দির এসবিআই শাখা থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা উঠিয়ে একটি ই-রিক্সা চেপে শহরের লালা রোড দিয়ে যাচ্ছিলেন।। তিনি শহরের পুরোনো এলআইসি কার্যালয়ের উল্টো দিকে শনিমন্দিরের সামনে যেতেই পেছন দিক থেকে মোটর বাইক চালিয়ে দুই যুবক এসে তার হাত থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। তখন তার ছেলে ছিনতাইবাজদের পিছনে ধাওয়া করতে গিয়ে রাস্তায় পড়ে আহত হয়ে যায়। জানা গেছে, সেই মহিলা তার এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুইয়ে রীতিমতো ভেঙ্গে পড়েছেন।

Comments are closed.