Also read in

ধলাই থেকে ৭ বছরের নাবালককে উদ্ধার করল 'চাইল্ডলাইন'; সমঝে দিল শিলচরের শিশু গৃহে

না

গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘চাইল্ডলাইন’ এনজিওর সদস্যরা কাছাড় জেলার ধলাই থেকে একটি শিশুকে সফলভাবে উদ্ধার করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় ধলাই বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভাগাবাজার এলাকায় শিশুটিকে প্রথম দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১০৯৮ য়ে যোগাযোগ করেন। ঐ হেলপ্লাইন থেকে চাইল্ডলাইন এনজিও’র সাথে যোগাযোগ করা হয়
। তারপর,ধলাই পুলিশের সহায়তায় শিশুটিকে চাইল্ডলাইন স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের হেফাজতে নিয়ে আসে।

শিশুটিকে উদ্ধারের পর, তার ডাক্তারি পরীক্ষা করা হয় এবং সৌভাগ্যবশত, কোন আঘাত বা জটিলতা শিশুটির মধ্যে খুঁজে পাওয়া যায়নি।

‘চাইল্ডলাইন’-এর পক্ষ থেকে দেবাশীষ দে বলেন, “ভাগাবাজার এলাকায় সকাল ১১ টার সময় শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তারপর টোল-ফ্রি নম্বরের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং আমরা শিশুটিকে উদ্ধার করতে গিয়েছিলাম। ধলাই পুলিশ আমাদের সহযোগিতা করেছিল এবং তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্য একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার পর জানা গেল শিশুটির অবস্থা ঠিক ঠাক আছে। এখন তাকে শিলচরের একটি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। ”

উদ্ধারকারীদের মতে, শিশুটি অনাথ, নাম আব্বাস উদ্দিন, বয়স ৭ বছর। এখন পর্যন্ত,এই শিশুটি শিলচরে একটি আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধানে রয়েছে। ঐ আশ্রয় কেন্দ্র অসহায় শিশুদের দেখাশোনা করে থাকে।

Comments are closed.