Also read in

শহরের যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা চলাচলে নিয়ম বেঁধে দিল প্রশাসন

শিলচর শহরের যানজটের ক্ষেত্রে অটোরিকশার এক বিশেষ অবদান রয়েছে। তাই জেলা প্রশাসন অটো মালিক সংস্থার সঙ্গে এক বৈঠকে বসেন সোমবার।জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এক পক্ষকালের মধ্যে শিলচরের সব অটোরিকশার দুদিকে ও অটো রিক্সার ভেতরে চালকের বসার স্থানের পেছনে চালকের নাম, মোবাইল নাম্বার, পারমিট সেন্টারের নাম এবং নম্বর লিখে রাখা বাধ্যতামূলক করা হবে। পারমিটের ফটোকপি উইন্ড স্ক্রিনে লাগিয়ে রাখতে হবে ।

সভায় জানানো হয়, যেখানে সেখানে যাত্রী ওঠানামা রোধ করতে ব্যবস্থা নেবে বিভাগ। পুর কর্তৃপক্ষ সড়কে যাত্রীদের ওঠানামার জন্য শিলচরের কিছু কিছু স্থান নির্দিষ্ট করে দিয়েছেন আরও কিছু স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে। ইতিমধ্যে ট্রাফিক বিভাগ পয়েন্ট গুলির তালিকা চিহ্নিত করেছে। এই পয়েন্টগুলোর বাইরে অটো রিক্সায় যাত্রী ওঠানামা করা নিষিদ্ধ থাকবে। এই সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, ই রিকশা চলাচলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আনতে হবে। এই বিষয়ে নেওয়া পূর্ববর্তী বিধি নিষেধ গুলোও বলবৎ থাকবে।

বৈঠকে হাজির ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল সহ বিভিন্ন বিভাগের পদস্থ আধিকারিকরা।

Comments are closed.