Also read in

মহিলা হকি খেলোয়াড় কে কুপ্রস্তাব! চাপে ইস্তফা দিলেন শিলচর ডি এস এর হকি সচিব বিকাশ

শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে শনিবারের রাতটা যেন এক কলঙ্কিত অধ্যায় লিখে দিল। সংস্থার হকি সচিব বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে কু-প্রস্তাব দেবার লিখিত অভিযোগ আনলেন জেলার এক মহিলা হকি খেলোয়াড়। শুধু লিখিত অভিযোগ করেই থেমে থাকেননি সেই মহিলা হকি খেলোয়াড়। তার অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে একাধিক অডিও এবং ভিডিও ক্লিপিংস সংস্থার কাছে জমা দিয়েছেন।

এর ফলে চাপে পড়ে শনিবার রাতে সংস্থায় এসে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন অভিযুক্ত হকি সচিব বিকাশ ভট্টাচার্য। যদিও নিজের ইস্তফা পত্রে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি। কিন্তু বিষয়টা যে মোটেও তা নয়, সেটা সহজেই অনুমান করা যাচ্ছে।

বিকাশ শনিবার রাতে ইস্তফা দিলেও ঘটনার সূত্রপাত দু-তিন দিন আগেই হয়েছে বলে জানা গেছে। হকি সচিবের ইস্তফা দেওয়ার আগে শুক্র ও শনিবার সংস্থার উচ্চপর্যায়ের দুটি জরুরী কালীন ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার আইনি পরামর্শ দাতা আইনজীবী দীপক দেব। জানা গেছে, সংস্থার আইনজীবীর পরামর্শ মেনেই পথ থেকে সরে দাঁড়ান বিকাশ।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, হকি সচিবের ইস্তফা কে কেন্দ্র করে দু-দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে যায় সংস্থায়। তাও আবার ইস্তফা পত্র জমা পড়ার আগেই। সুতরাং বড় কোন কান্ড ঘটে গেছে, এমনটাই অনুমান করে ফেলেন অন্যান্য সদস্যরাও। এরপর বিষয়টি নিয়ে নড়াচড়া করতেই আসল রহস্য বেরিয়ে আসে। রাজ্যের জুনিয়র মহিলা হকি দলের নির্বাচনকে সামনে রেখে এই জঘন্য খেলা প্রকাশ্যে এসেছে। এর শেকড় কতটা গভীরে, সেটা সময়ই বলবে।

জানা গেছে, একজন নয়, জেলা দলের দু-তিনজন মহিলা হকি খেলোয়াড়কে কু প্রস্তাব দিয়েছেন বিকাশ। তথ্য ও প্রমাণ এর সঙ্গে এমন অভিযোগই সংস্থায় জমা পড়েছে। এখানেই শেষ নয়, এই ঘটনায় নাকি জড়িত রয়েছেন একজন সিনিয়র মহিলা ক্রিকেটারও। তিনি নাকি কান্ডারীর ভূমিকায় ছিলেন। সংস্থার এক সূত্র মতে জানা গেছে, উচ্চস্তরীয় বৈঠকে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সেই মহিলা ক্রিকেটার। এর ফলে গোটা ঘটনা নতুন মোড় নিয়েছে।

শিলচরের ক্রীড়া ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। সংস্থার কোনো পদাধিকারীর বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ জমা পড়েনি। তাই ঘটনার গুরুত্ব যাচাই করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এতে রয়েছেন সভাপতি বাবুল হোড়, সহ-সভাপতি ডা: সিদ্ধার্থ ভট্টাচার্য, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং এবং আইনজীবী দীপক দেব। এই কমিটিকে আগামী দশদিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Comments are closed.