
অসম যুব অলিম্পিকের শেষ দিনে সোনার স্বাদ পেল শিলচর। সেপাক টাকরো তে বাজিমাত করলেন মেয়েরা। এনে দিলেন প্রথম সোনা। একই ইভেন্টে ছেলেরা ফাইনালে হেরে গেলেও সিলভার নিশ্চিত করলেন। এছাড়া জ্যাভলিন থ্রোতেও সাফল্য এনে দিলেন শুভম ঘোষ। তিনি দ্বিতীয় স্থানে শেষ করে সিলভার জিতলেন। আরো একটি পদক এনে দিলেন গতকাল সিলভার জেতা মহিলা অ্যাথলিট কূটন গৌড়। আজ তিনি মেয়েদের ১৫০০ মিটারে জিতলেন ব্রোঞ্জ। সব মিলিয়ে যুব অলিম্পিকের শেষ দিনে মোট চারটি পদক জিতল শিলচর। যার ফলে আসর শেষ করল মোট আটটি পদক নিয়ে।
বুধবার সকালে শিলচরের সেরা সাফল্য আসে সেপাক টাকরোতে। এই ইভেন্টে শিলচরের মেয়েরা জিতে নেন সোনা। ফাইনালে তারা ডিব্রুগড় কে পরাস্ত করেন। অন্যদিকে, ছেলেরা ফাইনালে কার্বি আলং এর বিরুদ্ধে হেরে গেলেও সিলভার নিশ্চিত করেন। আসলে সেপাক টাকরো তে ফেবারিট হিসেবে খেলতে নেমেছিল শিলচর। শুরু থেকেই পদকের প্রবল দাবিদার ছিল তারা। সেই প্রত্যাশার মান রাখলেন শিলচরের মেয়ে ও ছেলেরা। সেপাকটাকরোতে শিলচরের মেয়েদের দলে ছিলেন ওয়াইপাতম্বি দেবী, ঋতিকা দেবী, সঙ্গীতা দেবী, লুয়ানগেম্বী চানু ও সুরমা দেবী। ছেলেদের দলে ছিলেন অমরজিৎ সিং, প্রেম কুমার সিং, চিংলেম্বা সিং, এইচ লাইসরাম ও রহিত সিং।
এদিন জ্যাভলিন থ্রোতেও সাফল্য এনে দেন শুভম ঘোষ। তিনি দ্বিতীয় স্থানে শেষ করে সিলভার জিতে নেন। গতকাল মেয়েদের ৩০০০ মিটারে সিলভার জিতে ছিলেন কুটন গৌড়। আজ ১৫০০ মিটারে আরো একটি পদক জিতলেন। তৃতীয় স্থান লাভ করে শিলচর কে ব্রোঞ্জ পদক এনে দেন তিনি। এর ফলে প্রথমবারের যুব অলিম্পিকে মোট আটটি পদক নিয়ে শেষ করল শিলচর। আসরে একটি সোনা, চারটি সিলভার এবং তিনটি ব্রোঞ্জ জিতল শিলচর।
বুধবার অন্তিম দিনে অ্যাথলেটিক্সের আরো কিছু ইভেন্টে অংশ নিয়েছিল শিলচর। তবে ছেলেদের ২০০ মিটারে গৌরব সিনহা এবং মেয়েদের ২০০ মিটারে জোহবা রামপুই ও নীপা রানি নাথ সাফল্য এনে দিতে পারেননি। টাইকোন্ডোতেও মিলেনি সাফল্য।
এদিন, শংকরদেব কলা ক্ষেত্রে যুব অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান হয়। প্রথমবারের আসরে সবচেয়ে বেশি পদক জিতে শীর্ষস্থানে শেষ করেছে গুয়াহাটি।
Comments are closed.