Also read in

বাকস আয়োজিত 'যুক্ত' মিডিয়া ক্রিকেট শুরু হচ্ছে আজ থেকে, জোর লড়াই ছয়টি দলের মধ্যে

এবারও মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু হচ্ছে অন্যান্য বছরের মতো। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা অর্থাৎ বাকস এই ক্রিকেট ফেস্টের আয়োজন করছে। কাছাড়ের চারটি দলসহ করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে একটি করে দল এই ফেস্টে অংশগ্রহণ করছে। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরের শুরু হবে আজ থেকে। অনুষ্ঠান শুরু হবে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা এবং আগরতলা প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ম্যাচ দিয়ে। ১৬ জনের একটি দল ইতিমধ্যেই আগরতলা থেকে শিলচরে এসে পৌঁছেছে। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, পরিবেশনায় রয়েছে ‘দলছুট’ এবং কয়েকজন শিশু শিল্পী।

৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগের ম্যাচ হবে এবং সেমিফাইনাল হবে আগামী ৮ ফেব্রুয়ারি এবং ফাইনালের দিন নির্ধারিত হয়েছে ৯ ফেব্রুয়ারি। তাছাড়া রয়েছে একটি প্রদর্শনী ম্যাচ।

আসরের টাইটেল স্পন্সর হচ্ছে ‘যুক্ত’। যুক্ত এবং বাকস’র সদস্যরা শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় চত্বরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ভাবে জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্ত’র পক্ষ থেকে সুবিমল ভট্টাচার্য এবং বাকস’র পক্ষ থেকে দ্বিজেন্দ্রলাল দাস,বেদব্রত ব্যানার্জি ও অনির্বাণ জ্যোতি গুপ্ত।

এবছর শিলচরের চারটি দল হচ্ছে মাসুম নিউজ রকার্স, গণশক্তি মিডিয়া প্যানথার্স, এপি দত্ত প্রেস ফাইটার্স এবং ত্রিনয়নী খবর হিরোস। করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে একটি করে দল এবারের আসরে যোগ দিচ্ছে। করিমগঞ্জের দলটি হচ্ছে এসএমএল করিমগঞ্জ প্রেসক্লাব স্ট্রাইকার্স ও হাইলাকান্দির দলটির নাম হচ্ছে বুধুস হাইলাকান্দি মিডিয়া চ্যালেঞ্জার্স। দুটি গ্রুপের মধ্যে গ্রুপ এ-তে রয়েছে বুধুস হাইলাকান্দি মিডিয়া চ্যালেঞ্জার্স, এসএমএল করিমগঞ্জ প্রেসক্লাব স্ট্রাইকার্স এবং ফ্রেন্ডস অব দ্যা আর্থ। গ্রুপ বি-তে গণশক্তি মিডিয়া প্যানথার্স, ত্রিনয়নী খবর হিরোস এবং এপি দত্ত প্রেস ফাইটার্স। লটারির মাধ্যমে নতুন ফরমেটে দল গঠিত হয়।

৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে সকাল ৯ টায় গণশক্তি মিডিয়া প্যানথার্স খেলবে ত্রিনয়নী খবর হিরোজের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ টি দুপুর ১২ টায়, এতে বুধুস হাইলাকান্দি মিডিয়া চ্যালেঞ্জার্স ফ্রেন্ডস অব দ্যা আর্থ-এর বিরুদ্ধে খেলবে। ৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ ত্রিনয়নী খবর হিরোস বনাম এপি দত্ত প্রেস ফাইটার্সের। দ্বিতীয় ম্যাচ এসএমএল করিমগঞ্জ প্রেসক্লাব স্ট্রাইকার্স বনাম ফ্রেন্ডস অব দ্যা আর্থ।

৭ ফেব্রুয়ারির প্রথম ম্যাচ গণশক্তি মিডিয়া প্যানথার্স বনাম এপি দত্ত প্রেস ফাইটার্সের। দ্বিতীয় ম্যাচ এসএমএল করিমগঞ্জ প্রেসক্লাব স্ট্রাইকার্স বনাম বুধুস হাইলাকান্দি মিডিয়া চ্যালেঞ্জার্সের।
৮ ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল সকাল ৯টায়, গ্রুপের চ্যাম্পিয়ন বনাম গ্রুপ রানার্স। দ্বিতীয় ম্যাচ দুপুর ১২ টায়, গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপের রানার্স। ৯ ফেব্রুয়ারি ফাইনাল।

সারা বছর পরিশ্রম করে যারা সংবাদ সংগ্রহ করেন সেই সাংবাদিকরা বছরে একবার এই খেলার মাধ্যমে ভালো মুহূর্ত উপভোগ করার সুযোগ পান বলে উল্লেখ করেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতি দ্বিজেন্দ্রলাল দাস। প্রতিবছরের মতো এবছরও একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টানা তিন বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে রয়েছেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন যুক্ত’র কর্ণধার সুবিমল ভট্টাচার্য।তিনি প্রত্যেক খেলোয়াড়কে এতে অংশগ্রহণ করার জন্য সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এই টুর্নামেন্টের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন। তাছাড়া দিল্লি প্রেস ক্লাবের সঙ্গে কথা বলে দিল্লি প্রেসক্লাব এবং বাকস’র মধ্যে খেলা আয়োজনের ব্যাপারে প্রস্তাব রাখবেন বলে তিনি জানান।

এবারের চারটি দলের সদস্যরা হচ্ছেন-

মাসুম নিউজ রকার্স – সায়ন বিশ্বাস (অধিনায়ক), অনিরুদ্ধ লস্কর, দেবাশীষ সোম, শিবাশীষ ভট্টাচার্য, ঋশব পুরকায়স্থ, মনোজ কুমার রায়, বাপন গোস্বামী, রুহুল আমিন লস্কর, মুকুল দাস, বিশ্বজিৎ দত্ত, বাপি আচার্য, নান্টু ঘোষ এবং রতন নাথ।

অভিষেক মিডিয়া প্যানথার্স- অমলাভ দাস (অধিনায়ক), প্রীতম দাস, শিবানন্দ সিং, রাজেশ দাস, গণেশ নন্দী, আহাদুল আহমেদ, চিরঞ্জীব নাথ, বিনীত নাথ, সুমিত শুক্লবৈদ্য, বাপ্পা দাস, অভিজিৎ ভট্টাচার্য, আশিস দাস, অজিত দাস এবং তাজ উদ্দীন।

এপি দত্ত প্রেস ফাইটার্স- সঞ্জীব সিং (অধিনায়ক), শ্যাম সিনহা, বিমান সিনহা, বিশাল দাস, অশোক রাজকুমার, পিন্টু শুক্লবৈদ্য, রাজু নাথ, সুমিত দে, অনির্বান রায় চৌধুরী, নৈতিক শীল, তাহের আহমেদ, মঞ্জু সিনহা, ইয়াসিন মজুমদার এবং অনির্বাণ ভট্টাচার্য।

ত্রিনয়নী খবর হিরোস- অভিজিৎ দেব (অধিনায়ক), শুভাশিস চন্দ, ভোলা নাথ, তাপস নাথ, শুভেন্দু দাস, বিশ্বনাথ হাজাম, বাপি নাথ, জাকির হোসেন, নিরুপম দাস, চিনময় নাথ, গোপাল দাস সিনহা, দিলীপ সিং, দিলু দাস এবং অভিষেক ভট্টাচার্য।

Comments are closed.