Also read in

শিলচর, সোনাই রোডে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার নকল ভারতীয় টাকা উদ্ধার, আটক দুই

শিলচর শহর সংলগ্ন এলাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ নকল টাকা আটক করেছে কাছাড় পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গিরখাড়ি থানার তরফে এক বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ থানা থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে একটি হোটেলে দুই যুবককে জালি নোট সহ আটক করা হয়েছে।

এতে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে, আগামীতে নির্বাচন রয়েছে তবে কি এর আগে কাছাড়ে এভাবেই নকল টাকা ঢুকতে শুরু করেছে? পুলিশসুপার বিএল মিনা জানিয়েছেন, ঘটনার সূত্র ধরে তদন্ত চলছে। যে কোনো সন্দেহই উড়িয়ে দেওয়া যায় না, কেননা জালি নোটের সিন্ডিকেট বিশাল বড় হতে পারে। তিনি বলেন, “আমাদের যোগ্যতম আধিকারিকদের এবারে কাজে লাগানো হয়েছে। যে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো সূত্র খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমরা সন্দেহজনক এলাকায় লোকজনের চলাফেরার ওপর চোখ রাখছি। যদি এই চক্রটি আরো বড় হয়ে থাকে তাহলে তাদের আটক করা খুব একটা কঠিন হবে না।

এদিকে একই দিনে আসাম মনিপুর সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রায় ৪০০০ ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গিরিখাত সংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে ট্যাবলেট সহ আটক করা হয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং সুরক্ষা বাহিনীরা এলাকায় অভিযান চালায় এবং এতে সাফল্য মেলে।

অনেকের ধারণা এগুলো মায়ানমার-মনিপুর-কাছাড় হয়ে বাংলাদেশে পাচার হয়। সেখানে প্রতিটি ট্যাবলেটের মূল্য ভারতীয় টাকায় প্রায় এক হাজার। তবে আটক দুই ব্যক্তি বলছে তারা এব্যাপারে কিছুই জানে না। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, দুই ব্যক্তি বলছে তাদের কাছে শুধুমাত্র প্যাকেটটি নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। এর ভেতর কি আছে সেটা তারা জানেনা। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দুই ব্যক্তিকে আটক রাখা হবে এবং জিজ্ঞাসাবাদ চলবে।

Comments are closed.