Also read in

শিলচরকে চতুর্থ পদক এনে দিলেন কুটন গৌড়, মেয়েদের ৩০০০ মিটারে জিতলেন সিলভার

অসম যুব অলিম্পিকে শিলচরকে চতুর্থ পদক এনে দিলেন মহিলা অ্যাথলিট কূটন গৌড়। আজ গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান লাভ করেন কুটন। এর সুবাদে তিনি জিতে নেন সিলভার। এনিয়ে যুব অলিম্পিকে মোট চারটি পদক জিতল শিলচর।

এর আগে ফেন্সিংয়ে তিনটি পদক জিতেছিল শিলচর। ফেন্সিংয়ে মেয়েদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন তনুশ্রী সিং। এছাড়া ছেলেদের ইভেন্টে যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জ জেতেন লামনগানবা মেইতেই ও ইনেস সিং।

মঙ্গলবার কুটন সাফল্য এনে দিলেও অল্পের জন্য পদক হাতছাড়া করেন গৌরব সিনহা। তিনি ছেলেদের ৪০০ মিটারে সেমিফাইনাল থেকে ছিটকে যান। সকালে মেয়েদের ১০০ মিটারে নিরাশ করেন জোহবা রামপুই ও নীপা রানি নাথ। উভয়েই প্রথম রাউন্ড থেকে ছিটকে যান। কাল ২০০ মিটারে নামাবেন জোহবা ও নীপা। ছেলেদের ২০০ মিটারে নামবেন গৌরব সিনহা।

কাল জ্যাভলিন থ্রোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলচরের শুভম ঘোষ।

Comments are closed.