Also read in

মহাসপ্তমীতে আজ শিলচরে মুখ্যমন্ত্রী, রয়েছে ঠাসা কর্মসূচি

পূর্ব প্রতিশ্রুতি মত মহাসপ্তমীতে পূজা দেখতে শিলচর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সকাল ৯টা ১৫ মিনিটে শিলচর বিমানবন্দরে অবতরণের পর তিনি ঢুকবেন উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে।

সেখান থেকে চলে আসবেন সোজা শিলচর সার্কিট হাউসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত কয়েকটি মণ্ডপে পূজা দর্শন করবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী দুপুরবেলা আছে মন্ডপ গুলোতে যাবেন তার মধ্যে রয়েছে মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি ও ভৈরব বাড়ি, প্রেমতলা বাস স্ট্যান্ড রামকৃষ্ণ মিশন এবং বিলপার দুর্গা বাড়ি।

তারপর তিনি এনআইটিতে বৃক্ষরোপনের অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। এই ছোট্ট কর্মসূচি শেষে তিনি এনআইটি থেকে ফের সার্কিট হাউসে ফিরে আসবেন। সেখানে মধ্যাহ্নভোজন সেরে বিকেল তিনটে থেকে সেখানেই রাজস্ব বিভাগ এবং জেলাশাসক কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি ইন্টিগ্রেটেড ডিসি অফিসের জমি এবং অন্নপূর্ণা ঘাটে সেতুর কাজ পরিদর্শন করবেন । একটি সূত্রে জানা গেছে, কাঁঠাল রোডে ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্পের কাছে প্রস্তাবিত ইন্টিগ্রেটেড ডিসি অফিসের জন্য জায়গা প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী নিজে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিকেল সাড়ে পাঁচটায় যাবেন তারাপুরস্থ আরএসএস কর্মকর্তা বিমল চৌধুরীর বাড়িতে। সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ফের শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ।

পুজো দর্শন শেষে মুখ্যমন্ত্রী যাবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের আইরংমারার বাড়িতে। রাত ১০টায় ফিরে আসবেন সার্কিট হাউসে। পরদিন বুধবার সকাল ৯ টায় গুয়াহাটি ফিরে যাবার উদ্দেশ্যে বিমানবন্দরে রওয়ানা হবেন তিনি। মোটামুটি এই ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর এবারের শিলচর সফরে।

Comments are closed.