Also read in

হিমন্তের শেয়ার করা ভিডিওকে 'ফেক' বলল ফেসবুক, নেডা আহ্বায়কের ইস্তফা চাইলেন সুস্মিতা

বৃহস্পতিবার চারদিনের সফরে আসেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তার আগমনে বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান হচ্ছে, এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা নেডা আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা। এতে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়, জাতীয়স্তরে আজমল বাহিনীর বিরুদ্ধে আওয়াজ ওঠে। তবে শনিবার এই ঘটনার এক নতুন মোড় দেখা গেছে। ফেসবুক হিমন্তবিশ্ব শর্মার শেয়ার করা ভিডিও কে ফেক বলে ব্লক করে দিয়েছে। এতে হিমন্তবিশ্ব শর্মাকে মিথ্যাবাদী বলেছেন প্রাক্তন সংসদ সুস্মিতা দেব। তিনি নেডা আহ্বায়কের ইস্তফাও দাবি করেছেন।

ঘটনাটি শুরু হয় শুক্রবার সকালে, একটি ভিডিও স্বাস্থ্যমন্ত্রী তার ফেসবুক পেজে শেয়ার করেন যেখানে শোনা যায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। তবে দলের পক্ষে বলা হয়েছে এটা পাকিস্তান জিন্দাবাদ নয়, আজিজ খান জিন্দাবাদ বলা হয়েছে। আজিজ খান দলের একজন বিধায়ক এবং তার সমর্থকরাও সেদিন বিমানবন্দরে গিয়েছিলেন। পরে ভিডিওটি শুনে অনেকেই বলেছেন, হয়তো পাকিস্তান জিন্দাবাদ বলা হয়নি। কিন্তু বিজেপি দল সুযোগ হাতছাড়া করেনি, দলের প্রায় সব স্তরের নেতারা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। শিলচরের সাংসদ রাজদীপ রায় সহ অন্তত পাঁচটি সংগঠন বদরুদ্দিন আজমল এবং তার দলের বিরুদ্ধে মামলা করেছে। হিমন্তবিশ্ব শর্মা শুক্রবার একের পর এক বয়ান দিয়েছেন। তিনি পুলিশ বিভাগকে নিজের তরফেই একটি মামলা দায়ের করতে নির্দেশ দেন। যদিও পুলিশের পক্ষ থেকে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তবে ফেসবুকের পক্ষ থেকে ভিডিওকে ফেক বলায় এবার পুরো ঘটনা অন্য মোড় নিয়েছে।

উল্লেখ্য, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানি তাদের নিজস্ব নীতি নিয়ে চলে। উস্কানিমূলক ভিডিও পোস্ট করলে সেগুলো ডিলিট করে দেওয়া হয় অথবা পুরো অ্যাকাউন্ট ব্লক করে দেয় ফেসবুক বা টুইটার। হিমন্তবিশ্ব শর্মার একাউন্ট একটি ভেরিফাইড একাউন্ট। তার ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্লক করা না হলেও ভিডিওটি আংশিকভাবে ব্লক করে দিয়েছে ফেসবুক। তারা লিখেছেন এই ভিডিওটি ফেক, এটা তাদের নিজস্ব কমিউনিটি ভেরিফাই করেছেন এবং আপাতত এটি ব্লক করে দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গ টেনে সুস্মিতা দেব হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি দলকে মিথ্যেবাদী বলে আখ্যা দেন। তিনি বলেন, “গত পাঁচ বছরে বিজেপি সরকার বরাক উপত্যকার কোনও ধরনের উন্নতি করতে পারেনি। যুবকরা চাকরি পাচ্ছে না, আর বিজেপি দল শুধুমাত্র ধর্মের নামে রাজনীতি করে বেড়াচ্ছে। অসমের জমি দখল করে নিয়েছে মিজোরাম, এব্যাপারে কথা বলেন না স্থানীয় বিধায়ক এবং সাংসদ। অথচ সত্যতা যাচাই না করে একটি ভিডিও শেয়ার করে মিথ্যা প্রচার করছেন নেডা আহ্বায়ক। এটা নিয়ে তাদের দলের প্রত্যেকের মাথাব্যথা। আমরা প্রথম থেকেই বলছিলাম ভিডিওটি ভেরিফাই করে তারপরেই কোনও মন্তব্য করা উচিত। এবার ফেসবুকের মত কোম্পানি হিমন্তবিশ্ব শর্মাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। আমি মনে করি হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি দলকে এধরনের মিথ্যাচার থেকে বিরত থাকা উচিত। তবে এটা সম্ভব নয়, কারণ তাদের আদর্শটাই এমন। তাই আমি সাধারন মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আর বিজেপিকে বিশ্বাস করবেন না। হিমন্তবিশ্ব শর্মা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, তার যদি এতটুকুও আত্মসম্মান থাকে তবে এই মিথ্যাচারের দায় নিয়ে ইস্তফা দেওয়া উচিত।”

Comments are closed.