Also read in

নিহারের শতরানে চ্যাম্পিয়ন নলবাড়ি, জে কে বরুয়ায় রানার আপ শিলচর

না, পারল না শিলচর। তীরে এসে তরী ডুবলো তথাগত দেবরায়ের ছেলেদের। মঙ্গলবার প্রথম ইনিংসের লিডের সুবাদে জে কে বরুয়া ট্রফি আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নলবাড়ি। আর রানার আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হল শিলচর কে।

দু দিবসীয় ফাইনালের প্রথম দিন সোমবার ১৯০রানে গুটিয়ে গিয়েছিল শিলচর। এর জবাবে স্টাম্পস পর্যন্ত নলবাড়ি তাদের প্রথম ইনিংসে এক উইকেটে ৯৪ রান করে নিয়েছিল। যার ফলে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ পজিশনে ছিল নলবাড়ি। তারা শিলচরের প্রথম ইনিংসের স্কোর থেকে ৯৬ রানে পিছিয়ে ছিল। হাতে ছিল ৯ উইকেট। সেখান থেকে শিলচরের জন্য লড়াইয়ে ফেরা কঠিন ছিল। তবে মঙ্গলবার চিত্রনাট্যে টুইস্ট এনে দেন বরুণ দেবতা।

গোলাঘাটে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল। ফলে নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে শুরু হয় দিনের খেলা। বেলা ১:৪৫ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। শিলচরের সামনে ম্যাচটা ড্র রাখার একটা সুযোগ তৈরি হয়েছিল। নলবাড়ি যদি প্রথম ইনিংসে লিড না নিত তাহলে ফয়সালার জন্য টসের সাহায্য নিতে হতো আম্পায়ারদের। তবে দিনের খেলা শেষ হবার দশ মিনিট আগে প্রথম ইনিংসে লিড নিয়ে ফেলে নলবাড়ি। ভালো লড়াই করেছিলেন শিলচরের বোলাররা। তবে হাতে যথেষ্ট উইকেট থাকায় ম্যাচ বের করে নিতে সফল হয়ে যায় নলবাড়ি।

ফাইনালে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেন নিহার ডেকা। প্রথম দিন বল হাতে ৫ উইকেট নেওয়ার পর দিনের শেষে ৫৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন হাঁকালেন এক দুরন্ত সেঞ্চুরি। মূলত তার ১০৯ রানের দৌলতে তিন উইকেট হারিয়ে শিলচরের প্রথম ইনিংসের স্কোরকে টপকে যায় নলবাড়ি। শিলচরের সাহিদ হাসান লস্কর দু উইকেট নেন। অন্যটি নেন পারভেজ মোশারফ। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন শিলচরের অফস্পিনার পরীক্ষিত বণিক।

ফাইনাল শেষে শিলচরের কোচ তথাগত দেবরায় বরাক বুলেটিন কে জানান, ছেলেরা ভালো লড়াই করেছে। তবে হাতে পুঁজি কম থাকায় সমস্যা হয়ে গেল। নলবাড়ির নিহার ডেকার বিশেষ প্রশংসা করলেন শিলচর কোচ।

Comments are closed.