Also read in

অবৈধভাবে এদেশে প্রবেশ করা ১০ বাংলাদেশী নাগরিককে চুরাইবাড়ি আন্তঃরাজ্য সীমান্তে আটক করল আসাম পুলিশ

আসাম পুলিশ শুক্রবার আসাম ও ত্রিপুরার আন্তঃরাজ্য সীমান্তে ৮ নম্বর জাতীয় সড়কের চুরাইবাড়ি চেক গেট থেকে দুই দফায় ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এই লোকেরা নাইট সুপার বাসে করে আগরতলা ও ধর্মনগর থেকে আসছিল এবং সীমান্ত গেটে রুটিন নাকা চেকিংয়ের সময় পুলিশ তাদের আটক করে। পুলিশ একজন ভারতীয় দালালকেও ধরেছে যে তাদের ভারতে চলাচল করতে সাহায্য করছিল। আটকদের মধ্যে চার জন মহিলা রয়েছেন।

প্রথমে, করিমগঞ্জ পুলিশ আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি নাইট সুপার বাস থেকে চার বাংলাদেশী নাগরিককে আটক করে; তারা সম্ভবত চেন্নাই যাচ্ছিল। আটক চারজনই বাংলাদেশের রাজশাহী জেলার; তারা হলেন ইব্রাহিম শেখের ছেলে রাজেশ শেখ (২৯), আসাদুল শেখ সাইদুল (২৯), সানা উল্লাহ আঁখি (২৮) ও কাওসির হুসেন (২০)। AS 01 LC 8919 রেজিস্ট্রেশন নম্বরের একটি নাইট সুপারবাস থেকে তাদের আটক করা হয়। শুক্রবার রাতে চুরাইবাড়ী চেক গেটে নিয়মিত চেকিংয়ে থাকা চুরাইবাড়ী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিন্টু শীল বিষয়টি জানান।

ধৃতরা স্বীকার করেছে যে তারা কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিল এবং তারা ত্রিপুরার আগরতলা হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। আটকের সময় তাদের কাছে কোনো আইনি ভারতীয় নথি ছিল না। তবে তাদের কাছ থেকে কিছু ভারতীয় মুদ্রা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের এখন বাজারিছড়া থানায় আটক রাখা হয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। শনিবার তাদের করিমগঞ্জ জেলা আদালতে হাজির করা হবে বলে জানান পরিদর্শক।

পৃথক ঘটনায় চুরাইবাড়ী ফাঁড়ির পুলিশ স্থানীয় এক দালালসহ আরও ছয় বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে। ধর্মনগর থেকে আসা দুটি বাস থেকে তাদের আটক করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর TR 05 2616 এবং TR 05 2318 ছিল।
আটক বাংলাদেশী নাগরিকদের নাম ফাতেমা আক্তার (২১) খুলনা, বাংলাদেশের; আলেয়া বেগম (৪৫), সাফেরা আক্তার (২৩), নাজমা বেগম (২৫), সোহেল (২৫), বাগারহালের আব্দুল গাফ্ফার (২৯) এবং করিমগঞ্জের কুদালিগ্রাম রাতাবাড়ীর বাসিন্দা এক দালাল বিধান চন্দ্র দাস।

অনেকদিন ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটি সমস্যা হয়ে রয়েছে। খুব সম্প্রতি ব্যতিক্রমী ঘটনায় কাছাড় পুলিশ কাছাড় থেকে কয়েকজন মায়ানমারের নাগরিককে আটক করেছে, তারা মিজোরামের মধ্য দিয়ে প্রবেশ করেছিল। ধারণা করা হচ্ছে যে তারা মায়ানমারের বর্তমান সরকারের নিপীড়ন থেকে পালিয়ে যাচ্ছিল।

Comments are closed.