Also read in

শিলচরে আবার দুর্বৃত্তদের দৌরাত্ম্য, এবার নিশানা ৫৭ বছর বয়সী সুচেতা দেব, ছিনতাই দু লক্ষ টাকা

দূর্বৃত্তদের দৌরাত্ম্য শিলচরে বেড়েই চলেছে। দিনের ফুটফুটে আলো কিংবা ব্যস্ততম রাস্তায় অজস্র মানুষের চলাফেরা কিছুই আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না তাদের কাছে। তারা দিনের আলোয় শহরের ব্যস্ততম রাস্তায়ও টাকা ছিনিয়ে নেওয়ার মতো আরও একবার দুঃসাহস দেখাল দুর্বৃত্তের দল। আজ তাদের নিশানা হয়ে উঠেছিলেন ৫৭ বছর বয়স্ক এক মহিলা।

জানা যায়, আজ বিকেলে শিলংপট্টির বাসিন্দা সুচেতা দেব স্টেট ব্যাংকের প্রধান শাখা থেকে দু লক্ষ টাকা তোলেন। তিনি যখন টাকা তুলে বাড়ি ফিরছিলেন তখন দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। তার ব্যাগ ছিনিয়ে নেয়। তাকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনায় আঘাতপ্রাপ্ত হন।

সুচেতা দেব ঘটনাটি সম্পর্কে বললেন, “আমার কাছে আজ ব্যাগে ২ লক্ষ টাকা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। দুর্বৃত্তরা আমার হাত থেকে ব্যাগটিকে ছিনিয়ে নিয়ে যায়। সে সময় আমি প্রচন্ড আঘাত পাই।”

আজকের এই ঘটনাটি জেলা প্রশাসকের বাসস্থানের ঠিক সামনে ঘটেছে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে শিলচর সদর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তাদেরই একজন কর্মকর্তা জানালেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এ ধরনের ঘটনা শিলচরে আর নতুন কোনো চমক নয়। প্রায় আকছার ঘটে যাওয়ায় এ যেন সাধারন হয়ে উঠেছে।খুব স্বাভাবিকভাবেই বারবার ঘটে যাওয়া এ ধরনের ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন শিলচরে চলাফেরা আগের মত আর নিরাপদ নয়।

Comments are closed.