Also read in

বরাক উপত্যকার গৌরবের মুহুর্ত: ৫ জন শিক্ষার্থী মেধা তালিকায়, পৃথ্বীরাজ দে বিজ্ঞান বিভাগে চতুর্থ।

কয়েক দিন আগে ঘোষিত দশম শ্রেণীর পরীক্ষার ফলাফলে কাছাড় জেলা তথা বরাক উপত্যকার ফলাফল সন্তোষজনক হয়নি, একমাত্র স্বপ্নিল ভট্টাচার্য্য মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছিল।তবে আজ আসাম উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল (এএইচএসইসি) দ্বাদশ শ্রেণীর সব গুলো স্ট্রিমের ঘোষিত ফলাফলে কিছুটা স্বস্তি মিলল। এই পরীক্ষায় উপত্যকার ৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের পৃথ্বীরাজ দে বিজ্ঞানে চতুর্থ স্থান দখল করেছে সর্বমোট ৫০০’র মধ্যে ৪৭৯ পেয়ে। যা প্রথম স্থানাধিকারী হোজাইর অমর সিং থাপা থেকে মাত্র সাত কম। বিজ্ঞানেই বরাক উপত্যকার আরেকটি ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়েছে। করিমগঞ্জ জেলার ম: শাকিল আক্তার এস ভি বিদ্যানিকেতন এইচএস স্কুল থেকে ৪৭৩ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে।

 

Ramanuj Gupta Junior College

বাণিজ্য বিভাগে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের ছাত্ররা এই উপত্যকায় সবচাইতে ভালো ফল করেছে । এই প্রতিষ্ঠানের সায়ন পাল ৪৬০ নম্বরে পেয়ে ষষ্ঠ স্থান পেয়েছে। বানিজ্য বিভাগে রৌনাক লোহিয়া ৪৭৪ নম্বর পেয়ে সমগ্র রাজ্যে শীর্ষস্থান দখল করেছে। সায়নের সহপাঠী রামানুজ গুপ্ত জুনিয়র কলেজেরই কুন্তলা গুপ্ত ৪৫৯ নম্বর নিয়ে সপ্তম স্থান অধিকার করেছে।হাইলাকান্দি জেলার হাইলাকান্দি জুনিয়র সায়েন্স কলেজের যশ সারদা ৪৫৮ নম্বর নিয়ে অষ্টম স্থান অধিকার করেছে।

শিলচর রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের তিনজন, করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে একজন, এই সর্বমোট পাঁচজনের ফলাফল আগামী বছর গুলিতে পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে।

Comments are closed.