Also read in

বরাকেও উদ্বেগজনক ভাবে বাড়ছে কোভিড সংক্রমণ, আজকের দিনে এখন পর্যন্ত ৯

সমস্ত দেশে কোভিড সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে, বাড়ছে আসাম তথা বরাক উপত্যকায় ও। আজকের দিনে এখন পর্যন্ত বরাক উপত্যকায় নয় জন কোভিড আক্রান্তের সংবাদ পাওয়া গেল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী এরা হলেন ,

১) আব্দুল রহমান (৬২) ধনেহারি সোনাই, এসেছেন ছাগালিয়া, পশ্চিমবঙ্গ থেকে;

২) রামিজ আলী (৩২) নগদিরগ্রাম, সোনাই এসেছেন ছাগালিয়া, পশ্চিমবঙ্গ থেকে;

৩) মতি মিয়া (৫৪), নগদিরগ্রাম, সোনাই এসেছেন ছাগালিয়া, পশ্চিমবঙ্গ থেকে;

৪) এম জি হোসেন লস্কর (১৭), নগদিরগ্রাম, সোনাই এসেছেন ছাগালিয়া, পশ্চিমবঙ্গ থেকে;

৫) জাকারিয়া আহমেদ (১৯), লাল পানি, হাইলাকান্দি – এসেছেন অন্ধ্রপ্রদেশ থেকে

৬) মহা আলম তালুকদার (৩১), ভাগা বাজার, কাছাড় , এসেছেন ছাগালিয়া পশ্চিমবঙ্গ থেকে;

৭) খলিলুর রহমান (৪৫) এংলার বাজার, কাছাড় – শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ।

উদ্বেগ জনক হলো, সপ্তম রোগী অর্থাৎ খলিলুর রহমান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অন্য ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় কোভিড সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে। সুতরাং এই রোগীর দেহে সংক্রমণ কিভাবে ঘটল সেটা চিন্তার বিষয়। তাছাড়া, তার সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের সংক্রমনের আশঙ্কা রয়ে যাচ্ছে।

এর আগে আজ দুপুরের দিকে জানা যায়, হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার ৬২ বছর বয়স্ক ফয়জুল হক বড় ভূঁইয়া এবং সুরতারা, কাছাড় এলাকার ৭২ বছর বয়সে আকরাম আলী কোভিদ পজিটিভ এসেছে। এরা দুজনেই বাইরে থেকে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

রাত ৭-৪৫ মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইটে জানা গেছে, গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে কোয়ারেন্টাইন থাকা ২৬ জন লোকের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে আসামে সর্বমোট কোভিদ আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২৫৬। এরমধ্যে ৫৪ জন সেরে উঠেছেন, চারজন মারা গেছেন, তিন জন অন্যত্র চলে গেছেন। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে ১৯৫।

Comments are closed.