Also read in

কাছাড় জেলায় আবার জোড়-বেজোড় , "সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না": কীর্তি জাল্লি

কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি আজ এক আদেশে সমগ্র জেলা জুড়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে জোড়- বেজোড় নীতি পুনরায় চালু করেছেন ।

মোটর ভেহিকলস এক্ট এর ১১৫ এবং ১১৬ ধারা অনুযায়ী কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন যে, দ্বি-চক্রযান সহ সমস্ত ধরনের ব্যক্তিগত যানবাহন যাদের রেজিস্ট্রেশন এর অন্তিম সংখ্যা ০,২,৪,৬,৮ সেগুলো মঙ্গল, বৃহস্পতি এবং শনিবারে চলাচল করতে পারবে। রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা ১,৩,৫,৭,৯ থাকা যানবাহন গুলো শুধু সোম, বুধ এবং শুক্রবারে চলাচল করতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে শনি এবং রবিবার পূর্ণ লকডাউন থাকায় জোড় সংখ্যার যানবাহনগুলো শুধু সপ্তাহে দুদিন অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতিবার চলাচল করতে পারবে। সেখানে বেজোড় সংখ্যার যানবাহনগুলো সপ্তাহে তিনদিন চলাচল করতে পারবে।

জেলা ম্যাজিস্ট্রেটের ঐ নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, জেলায় কোভিড সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, জেলার জনগণ সামাজিক দূরত্ব ও বজায় রাখছেন না। ফলে সংক্রমণ বেড়ে যেতে পারে, তাই ভিড় এড়াতে এই বিধি-নিষেধ আরোপ করা হলো।

তবে, এই আদেশের আওতা থেকে বেশ কিছু সরকারি-বেসরকারি জরুরী পরিষেবায় নিযুক্ত যানবাহনেরকে রেহাই দেওয়া হয়েছে। এই জরুরী পরিষেবা গুলোর মধ্যে রয়েছে, বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত সরকারি গাড়ি; মেডিকেল পরিষেবার যানবাহন; পুলিশ, টেলিকম, বিদ্যুৎ বিভাগের যানবাহন; এএসটিসি পরিচালনাধীন যানবাহন; পৌরসভার যানবাহন; জল সম্পদ বিভাগের যানবাহন; পণ্য পরিবহনের যানবাহন; জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া সরকারি বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন; গ্রিন টি সহ প্রয়োজনীয় সামগ্রী পরিবহনকারী যানবাহন; অন্য জেলা থেকে আসা যানবাহন, যেগুলো জেলার ভিতর দিয়ে অন্য জেলায় যাতায়াত করবে; ঘোষিত জরুরী এবং প্রয়োজনীয় পরিষেবায় নিযুক্ত কর্মচারীবৃন্দের যানবাহন; বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত কর্মী ও আধিকারিক, আদালতে যাদের জরুরী কেস রয়েছে; প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের যানবাহন।

এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Comments are closed.