Also read in

রুমি নাথ 'ক্লোজড চ্যাপ্টার', বিজেপির সদস্যপদ পাচ্ছেন রাজদীপ গোয়ালা, তবে টিকিট পাকা নয়

শনিবার গুয়াহাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক প্রাক্তন কংগ্রেস নেতা অজন্তা নেওগ এবং রাজদীপ গোয়ালা সহ কয়েকজন। আগেই তারা বিজেপির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। এদিন বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়ে লিখিতভাবে অমিত শাহের কাছে আবেদন করেছেন। বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা শিলচরের সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, রাজদীপ গোয়ালা, অজন্তা নেয়োগ এবং ভূপেন পেগুর বিজেপির সদস্য পদ প্রায় পাকা। তবে দলের সদস্যপদ পেতে ইচ্ছুক আরেক প্রাক্তন কংগ্রেস নেতা রুমি নাথ এখন বিজেপির কাছে ‘ক্লোজড চ্যাপ্টার’।

রবিবার বিকেলে জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজদীপ রায়, কৌশিক রাই, নিত্যভূষন দে সহ দলের অন্যান্য নেতারা। রাজদীপ বলেন, ‘ভারতীয় জনতা পার্টির সদস্য পদের জন্য আবেদন করেছেন বিধায়ক রাজদীপ গোয়ালা, কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মন্ত্রী অজন্তা নেয়োগ এবং ভূপেন পেগুর মত জনপ্রিয় লোকেরা। এদের সদস্যপদ পাওয়ার রাস্তা প্রায় পরিষ্কার, আগামীতে দলের পক্ষ থেকে এব্যাপারে ঘোষণা হবে। তবে তাদের আগামী নির্বাচনে দলের প্রার্থী করা হবে কি না, এটা এখনও বলা যাবেনা। বিজেপিতে যারাই যোগ দিতে চাইছেন তাদের যোগ্যতা দেখে দলের সদস্য পদ দেওয়া হচ্ছে। এর অর্থ শুধুমাত্র নির্বাচনে লড়া নয়, তাদের রাজনৈতিক শুদ্ধিকরণ হচ্ছে। রাজনৈতিক নেতারা সমাজের বড় অংশ জুড়ে থাকেন, তারা বিজেপির মত আদর্শবাদী দলের সদস্য হলে নিজদের আত্মশুদ্ধি করছেন, এতে সমাজের লাভ।’

পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপিতে আপাতত জায়গা হচ্ছে না প্রাক্তন বিধায়ক রুমি নাথের। তিনি এখন আমাদের কাছে ক্লোজড চ্যাপ্টার, তাকে নিয়ে আলোচনা করার কোনও জায়গা নেই। দলের ভেতরে এখনও অনেক বৈঠক বাকি রয়েছে এবং আমাদের কাছে আরও অনেক আবেদন আসছে। আগেই বলা হয়েছে কারা টিকিট পাবেন এটা ঠিক করবেন দলের তৃণমূল স্তরে কর্মীরা। অন্যান্য দল থেকে যারা বিজেপিতে আসতে চাইছেন তাদের গ্রহণযোগ্যতা বিচার করার পরেই দলের সদস্যপদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে আমরা আপাতত রুমি নাথকে দলে নেওয়ার মতো পরিস্থিতি দেখছিনা।’

উল্লেখ্য, বিজেপির টিকিট পেয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন রুমি নাথ। পরবর্তীতে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে কংগ্রেস দলের পক্ষ থেকেও বিশ্বাসঘাতকতার দায়ে তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে।

গত মাসে রঞ্জিত দাস বলেছিলেন তিনি দলের রাজ্য সভাপতি থাকা অবস্থায় রুমি নাথ বিজেপির টিকিট তো দূর, প্রাথমিক সদস্যপদও পাবেন না। যদিও তার বরাক উপত্যকা সফরের সময় বলেছিলেন রুমি নাথকে বিজেপিতে আনার ব্যাপারে আবার চিন্তা ভাবনা হবে এবং এনিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল। রবিবার দলের কার্যালয়ে বসে রাজ্যে প্রায় সেই জল্পনায় জল ঢেলে দিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়।

Comments are closed.