Also read in

সর্বানন্দ  সোনোয়ালের সঙ্গে  প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকে বরাকে  আশার আলো


বরাকের জন্য  আসছে একটি সুসংবাদ  

জাতীয় রাজধানীতে তৃতীয় গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির সামনে বহু দাবি তুলেছেন ।  

বরাক উপত্যকায় ভারী শিল্পের বিষয়ে  নিয়ে আলোচনা হয় এবং আমরা আশাবাদী, আগামী দিনগুলোতে এর  সুফল
পাওয়া যাবে ।

অশোক কাগজ কল ,এইচপিসির নগাও কাগজ কল এবং কাছাড় কাগজ কল পুনরুজ্জীবনের অনুরোধ জানানো  হয়েছে।  মিডিয়া
রিপোর্ট অনুযায়ী সোনোয়াল বলেছেন  এই ইউনিটগুলির পুনরুদ্ধার আসামের গ্রামীণ অর্থনীতিতে উন্নতি ঘটাবে । তিনি ইউনিটগুলির পুনরুজ্জীবনে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

নীচের মন্তব্য বিভাগে কাগজ কল  পুনরুজ্জীবনের বিষয়ে  আপনার মতামত  শেয়ার করুন।

 

 

 

Comments are closed.