Also read in

মেহেরপুরে দুর্ঘটনার পর পোস্ত'র ব্যাগ নিয়ে পালানোর অদ্ভুত দৃশ্য এলাকায়

 

মেহেরপুরে ভয়াবহ দুর্ঘটনার পর পোস্তর ব্যাগ নিয়ে পালানোর দৃশ্য দেখা গেল এলাকায়। যে ট্রাকটি দুরন্ত গতিতে এসে বিসর্জনের দলের উপর আঘাত করে, সেটাতে অবৈধভাবে পোস্ত ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনা ঘটার পর ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও এলাকার মানুষ ট্রাকটি আটকে ফেলে এতে আগুন ধরিয়ে দেন। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ট্রাকভর্তি পোস্ত থাকায় তড়িঘড়ি করে সেগুলো নিয়ে পালাতে শুরু করেন।

ঘটনায় এখন পর্যন্ত দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে। খবরটি লেখা পর্যন্ত এলাকায় এখনও রাস্তা প্রায় আটকানো রয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, পুলিশ এবং সেনা জওয়ান সেটা আটকানোর চেষ্টা করছেন। এদিকে জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা শাসক রাজীব রায় সহ অন্যান্য আধিকারিকরা পৌঁছে গেছেন। এলাকার একাংশ মানুষের পোস্তর ব্যাগ নিয়ে পালানোর দৃশ্য সবাইকে অত্যন্ত আশ্চর্য করেছে। একদিকে যখন ভয়াবহ দুর্ঘটনায় এলাকারই কিছু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অত্যন্ত গুরুতর ভাবে আহত হয়ে অনেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, তখন কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চলন্ত গাড়ি থেকে পোস্তর ব্যাগ নিয়ে পালাচ্ছেন। মানুষের রক্তাক্ত দেহও তাদেরকে এমন কাজ থেকে বিরত রাখতে পারেনি।

 

Comments are closed.