Also read in

২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে ডি এস এর ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণ

 

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। করোনাকালে শুরু হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মূল স্রোতে ফেরার লড়াই। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে ডিএসএর ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণ। আবহাওয়া ভালো থাকলে মাঠেই হবে অ্যাকাডেমির প্রশিক্ষণ। তবে বৃষ্টি থাকলে ইন্ডোরে চলবে কোচিং। এমনটাই জানিয়েছেন সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস।

করোনার জেরে গত ২৬ এপ্রিল সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের গেটে তালা ঝুলিয়ে ছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। তারপর থেকেই স্তব্ধ খেলাধুলা। এমনকি গেট বন্ধ থাকায় স্টেডিয়াম চত্বরেও কারোর প্রবেশের অনুমতি ছিল না। ‌ এরপর ১৮ জুলাই থেকে শুরু হবার কথা ছিল সংস্থার আনলক প্রক্রিয়া। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ও বাতিল হয়ে যায়। ১৮ জুলাই থেকে সংস্থার ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণ শুরু হবার কথা ছিল। সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে। তার জন্য কিছু বিধিনিষেধ তৈরি করা হয়েছিল।

তবে জেলা প্রশাসনের অনুমতি না মেলায় সে যাত্রায় এস এম দেব স্টেডিয়ামের গেটের তালা খুলে নি। সেইসঙ্গে প্রাতঃভ্রমণ তথা শরীরচর্চার জন্য ডি এস এ-র স্টেডিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা ছিল। সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত খোলা থাকার কথা ছিল স্টেডিয়ামের। কিন্তু অনুমতি না মেলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। তবে ইতিমধ্যে গোটা দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও বিপদ এখনো কাটেনি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তবে অধিকাংশ শহরেই শুরু হয়ে গেছে খেলাধুলা। চলছে কোচিং সেন্টারগুলো। অসম ক্রিকেট সংস্থা ও আগামী ২৯ আগস্ট থেকে ট্রেনিং কাম সিলেকশন ক্যাম্প আয়োজন করছে। তাই এবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা ও নিজেদের ক্রিকেট অ্যাকাডেমীর প্রশিক্ষণ শুরু করার সিদ্ধান্ত নিল।

নিরঞ্জন দাস জানিয়েছেন, ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণে ১৪ বছরের কম কেউই অংশ নিতে পারবেন না। প্রথম দুই সপ্তাহ পর ফের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১৪ বছর বয়সের কম প্রশিক্ষার্থীদের ও নেওয়া হবে। শুরুতে ৫০-৬০ নিয়ে শুরু হবে অ্যাকাডেমীর প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণ হবে গ্রুপ ভিত্তিতে। ৫-৬ জন করে এক একটা গ্রুপ তৈরি করা হবে। প্রতিটি গ্রুপে একজন করে কোচ থাকবেন। কোভিড প্রটোকলের কথা মাথায় রেখেই এমনটা করা হয়েছে। প্রশিক্ষণের যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকেই নিজ নিজ কিট নিয়ে আসতে হবে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ২৬ এপ্রিল স্টেডিয়ামে বন্ধ হবার পর এটাই হবে সংস্থার মূল স্রোতে ফেরার প্রথম পদক্ষেপ। ক্রিকেট অ্যাকাডেমির কোচিং শুরু হলেও সাধারণ মানুষের জন্য কিন্তু বন্ধই থাকছে স্টেডিয়ামের গেট। ‌ এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থা। তবে আগামী দিনে পরিস্থিতি আরও উন্নতি হলে অন্যান্য স্পোর্টস ইভেন্টগুলি ও চালু করে দিতে পারে শিলচর ডি এস এ। সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর।

Comments are closed.