Also read in

গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১২৯১ জনের সোয়াব টেস্ট শিলচর মেডিক্যাল কলেজে , কোভিড পজিটিভ ২৭

গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেকর্ড সংখ্যক সোয়াব টেস্ট করা হয় বলে জানা যায়। গত ২৪ ঘন্টায় মোট ১২৯১ টি টেস্ট করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত শিলচর মেডিক্যাল কলেজে সর্বমোট ১২৯০৮ জনের পরীক্ষা হয়। তারমধ্যে এখন পর্যন্ত ২৬১ জনের পজিটিভ ধরা পড়েছে। জানা যায়, গত ২৪ ঘন্টায় ২৭ জনের কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ জন ব্যক্তির স্ক্রিনিং করা হয় এবং লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৪২ জনের।

বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ব্লকে ৬২ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানালেন মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ড: ভাস্কর গুপ্ত। তার মধ্যে ৫৬ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে। গুপ্ত আরো জানান, গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজ থেকে আইনুল হক বড়ভূইয়া নামের ১২ বছর বয়সী এক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৭১ জন রোগী। করোনা আক্রান্ত হয়ে রোগীর ভর্তির সংখ্যা এখন পর্যন্ত শিলচর মেডিক্যাল কলেজে ১৩৪ জন। এখানে উল্লেখ্য, পর্যন্ত এই ১৩৪ জনের মধ্যে ৭১ জন ছাড়া পেয়েছেন, ৬২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

এদিকে অসমে নতুন আরো ৩৮ টি কেসের সঙ্গে এখন পর্যন্ত কোভিড ১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৫৩। তারমধ্যে সেরে উঠেছেন ৪৫৯ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬৮৭। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ৪।

Comments are closed.