Also read in

অকালে চলে গেলেন ক্রিকেটার বিক্রম, শোকস্তব্ধ ক্রীড়ামহল

অকালে চলে গেলেন জেলার প্রাক্তন ক্রিকেটার বিক্রম পাল চৌধুরী। আগামী ৪ ডিসেম্বর তার চল্লিশ বছরে পা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন শিলচরের প্রাক্তন ক্রিকেটার। রেখে গেছেন বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণমুগ্ধ। বিগত কিছু সময় থেকেই লিভার জনিত সমস্যায় ভুগছিলেন বিক্রম। গত ২৭ নভেম্বর তাকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। কিন্তু কোন লাভ হয়নি। শনিবার রাত ২:৪২ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেলা দলের প্রাক্তন তারকা। তার এই অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না। শোকস্তব্ধ স্থানীয় ক্রীড়ামহল।

এদিন তার শবদেহ মিছিল করে নিয়ে যাওয়া হয় শিলচর ডি এস এতে। সেখানে খেলোয়াড় ও সংস্থার কর্মকর্তারা বিক্রমকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও। ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
১৯৯৪ সালে ক্যারিয়ার শুরু করেন বিক্রম। কেবল ১৪ বছর বয়সে। প্রথমে খেলেন স্টুডেন্ট এসির জার্সি গায়ে। সেখান থেকে পরবর্তীকালে গ্রীন হর্নেট ক্লাব, ইন্ডিয়া ক্লাব এবং বিজয়ী সংঘের হয়ে সাফল্যের সঙ্গে স্থানীয় লিখে খেলেন। বিক্রম রাজ্য দলের হয়েও খেলেছিলেন।২০০২-০৩ মরশুমে অনূর্ধ্ব ২৩ রাজ্য দলের সদস্য ছিলেন। খেলেছেন জেলা দলের অনূর্ধ্ব ১৬, ১৯ এবং সিনিয়র দলেও। জেলা দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। ডানহাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিলেন। আন্তঃজেলা ক্রিকেটে জুনিয়র ও সিনিয়র স্তরে অনেক স্মরণিয় ইনিংস রয়েছে তার।

শিলচর ডি এস এর বর্তমান কমিটির ক্রিকেট ব্রাঞ্চ এর সদস্য ছিলেন। শিলচর ইন্ডিয়া ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাবেরও সদস্য ছিলেন বিক্রম। ক্যারিয়ারের শুরুতে একটা সময় পার্টটাইম পেসার ছিলেন। তবে পিঠের ব্যথার জন্য বোলিং ছেড়ে দেন।

শান্তস্বভাবের বিক্রম একজন সফল ব্যবসায়ী ও ছিলেন। সবসময়ই তার মুখে একগাল মিষ্টি হাসি লেগে থাকত। তার এমন অকালপ্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না। এদিন তার শেষ যাত্রায় বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা ছাড়া ছিলেন প্রাক্তন খেলোয়াড়রাও। যে বা যারাই এই হৃদয়বিদারক খবর পেয়েছেন, বিক্রমকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছেন শ্মশানে। রাত সাতটা নাগাদ বিক্রমের শেষকৃত্য সম্পন্ন হয়।

Comments are closed.