Also read in

স্বচ্ছ সর্বেক্ষণ ২০২০: অসমের স্বচ্ছতম শহর শিলচর

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বছরের স্বচ্ছ সর্বেক্ষণের তালিকা প্রকাশ করা হয়েছে এবং এতে অসমের স্বচ্ছতম শহর হিসেবে আত্মপ্রকাশ করেছে শিলচর। ১ থেকে ১০ লক্ষ জনসংখ্যা থাকা শহরগুলোর এই তালিকায় অসমের চারটি শহর রয়েছে, এর মধ্যে প্রথমে রয়েছে শিলচর। ২৫ হাজার থেকে ৫০ জনসংখ্যা থাকা শহরের তালিকায় রাজ্যের স্বচ্ছতম শহর হাইলাকান্দি। এছাড়া ৫০ হাজার থেকে ১ লক্ষ জনসংখ্যার তালিকায় রাজ্যের নবম স্বচ্ছতম শহর করিমগঞ্জ।

টানা চতুর্থবার দেশের স্বচ্ছতম শহর হিসেবে প্রমাণ করলো মধ্যপ্রদেশের ইন্দোর শহর। বরাক উপত্যকার প্রথম শহর হিসেবে রাজ্যের স্বচ্ছতম তালিকায় এসে রেকর্ড করেছে শিলচর। জাতীয় স্তরে শিলচরের রেংকিং ৩৪০। এরপরে ৩৫৩ তম স্থানে রয়েছে ডিব্রুগড়, ৩৫৬তম স্থানে গুয়াহাটি এবং ৩৫৮ তম স্থানে রয়েছে নগাঁও। এদিক দিয়ে রাজ্যের প্রথম চার স্বচ্ছতম শহরের তালিকায় শিলচরের পরে রয়েছেন যথাক্রমে ডিব্রুগড়, গুয়াহাটি এবং নগাঁও।

অন্যান্য ক্যাটাগরিতে রাজ্যের আরও শহর অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই নিরিখে ৫০ হাজার থেকে ১ লক্ষ জনসংখ্যা থাকা শহরের তালিকায় রাজ্যের নবম স্বচ্ছতম শহর হিসেবে নাম রয়েছে করিমগঞ্জের। ২৫ হাজার থেকে ৫০ হাজার ক্যাটাগরিতে রাজ্যের সেরা হাইলাকান্দি শহর।
কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে হরদীপ এস পুরি বৃহস্পতিবার দুপুরে অনলাইনে তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, “পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে দেশে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছিল। এই অভিযানের অংশ হিসেবে স্বচ্ছ সর্বেক্ষণ চালু করা হয়েছিল। এতে ভালো রেংকিং পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন শহরে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে, এবং তারা নিজেদের শহরকে আগের থেকে অনেক স্বচ্ছ করে তোলেন।

এই প্রতিযোগিতায় মানুষের জীবনযাত্রা, সমাজের প্রতি তাদের ব্যবহার, শহরের আবর্জনা ম্যানেজমেন্ট পদ্ধতি সহ বিভিন্ন দিক দেখা হয়। স্বচ্ছ ভারত সারা বিশ্বের সবথেকে বড় স্বচ্ছতা অভিযান। এর অংশ হিসেবে এটি অন্যতম সফল পদক্ষেপ। এই প্রতিযোগিতামূলক প্রভাবের ফলে সাধারণ মানুষের মধ্যেও স্বচ্ছতার মনোভাব গড়ে উঠছে, এটাই আমাদের সাফল্য।

বছরের প্রথম দিকেই শিলচর পুরসভার মেয়াদ শেষ হয়েছিল এরপর জেলাপ্রশাসনের তরফে দায়িত্ব নেন আইএএস সুমিত সত্যওয়ান এবং অভিলাষ বারানওয়াল। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নানা এলাকায় নর্দমা পরিস্কার হয়। এছাড়াও বিভিন্ন দিক উন্নত হয়েছে। এর প্রভাব স্বচ্ছ সর্বেক্ষণের তালিকায় পড়েছে।

Comments are closed.