Also read in

আসাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে দুর্ঘটনা, গুরুতর আহত ছাত্রী

দুঃখজনক ঘটনা, আসাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন (কেমিস্ট্রি) গবেষণাগারে আজ এক ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল। আহত একজনকে উন্নততর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটি, বাদবাকি আরও তিনজন বিপদমুক্ত।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যখন ছাত্রছাত্রীরা গ্রুপে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল, তখন হঠাৎ করে এক টেস্টটিউবে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত জোরদার ছিল যে, অনেক দূর থেকে এর আওয়াজ শোনা গেছে।

বিস্ফোরণের ফলে ওই গ্রুপের চার জন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। তবে, দীপাশা সেনগুপ্ত নামক এক ছাত্রীর চোখে- মুখে রাসায়নিক ছড়িয়ে পড়ায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। সাথে সাথে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে উন্নততর চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

অপর আহতরা হলেন, পঞ্চতপা সেন, তন্ময় সহ, সৌরভ পাল। এদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে; একজনকে সাময়িকভাবে মেডিকেল কলেজে তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এই দুর্ঘটনার সংবাদে আসাম বিশ্ববিদ্যালয় তথা শিলচর শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments are closed.