Also read in

আজকের শিরোনাম: বিল : বরাকের গণদাবির পক্ষেই থাকব, অগকে বার্তা সুস্মিতার

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ৩রা অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ২০শে নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম।

নাগরিকত্ব বিল নিয়ে জেপিসির বৈঠকের খবর আজ স্থানীয় পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে। দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

বিল: বরাকের গণদাবির পক্ষেই থাকব, অগপকে বার্তা সুস্মিতার -আজ জেপিসির শেষ বৈঠক অসমের আবেগ প্রতিফলিত হওয়ার আশ্বাস

প্রান্তজ্যোতির লিড নিউজ,

আজ দিল্লিতে বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, বিরোধিতায় জেপিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ অগপ প্রতিনিধির

এই প্রসঙ্গে সাময়িক বক্স করে জানাচ্ছে,

বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব নয়, রাজেন্দ্রকে চাপ অগপ নেতা-মন্ত্রীদের:: বৈঠকের মুখে সদস্যদের লিখিত মতামত চাইলেন জেপিসি প্রধান

তবে সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে দিয়েছে,

সুপ্রিম কোর্টে বিস্ফোরক সিবিআই অফিসার মনীশ :কোটি টাকা ঘুষ নিয়েছেন মন্ত্রী

সাময়িক প্রসঙ্গ একেবারে উপরে আট কলাম জোড়া শিরোনামে লিখেছে,

খসড়ায় নাম তবু ‘ডি’ নোটিশ আতঙ্কে আত্মঘাতী আরেক বাঙালি: মা ভাই বোনদের বুকফাটা আর্তনাদ – তাহলে আমাদের স্বদেশ কোনটা?

ডি ভোটার নিয়ে সাময়িকের আরেকটি খবর,

বিদেশি ও ডি ভোটারের অভিন্ন ডাটাবেস কেন হল না, সরকারকে নির্দেশ হাইকোর্টের ।। ৬ ডিসেম্বর মুখ্য সচিবদের আদালতে হাজিরের নির্দেশ

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • চির নিদ্রায় প্রাক্তন মন্ত্রী চন্দন সরকার
  • এবার গায়কের ভূমিকায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব
  • আজ ছত্রিশগড়ে দ্বিতীয় দফার ভোট
  • বদল হচ্ছে তিন হাইকোর্টের নাম, আসছে বিল
  • শিলচরে এলআইসি পলিসি ও অন্যান্য নথি জালিয়াতি করে লোন আদায়! তদন্তে পুলিশ
  • কলকাতায় মমতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক- দেশ বিপন্ন, জোট বাঁধতে ডাক চন্দ্রের

এনআরসি সংক্রান্ত অন্য একটি খবরে যুগশঙ্খ লিখেছে,

নথি সংকট সেবাকেন্দ্রের বিরুদ্ধে আবেদন গ্রহণ না করার অভিযোগ- ৩৬ লক্ষের বেশি খসড়া ছুট এখনও আবেদন করতে পারেননি

পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

দৈনিক যুগশঙ্খ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

শেষ দিনে উৎসবের মেজাজে মনোনয়নের মিছিল শহরে

প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,

ডামাডোলের মধ্যে শান্তিতেই শেষ হলো কাছাড়ের মনোনয়ন পর্ব ।। জেলা পরিষদ আঞ্চলিক ও গ্রাম পঞ্চায়েত মিলিয়ে ১২৯৩

এই নিয়ে প্রান্তজ্যোতির আরেকটি খবর,

আইনের গেরোয় প্রার্থী সংখ্যা কমলো পঞ্চায়েতে

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • চলতি বছরই বড়ো সমস্যার সমাধান, আশ্বাস রাজনাথের
  • আজ ছত্তিশগড়ে ৭২টি আসনে ভোট
  • কংগ্রেসের সহায়ক হিসেবে কাজ করছে অগপ :আজমল
  • কেএমপি এক্সপ্রেসওয়ে নির্মাণে বিলম্ব, কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মোদীর
  • রাজ্যের পূর্ত মন্ত্রীর নামই জানেন না পূর্ব শিলচর আসনের কং প্রার্থী

খেলার পাতায় সাময়িক জানাচ্ছে,

রঞ্জিতে আজ থেকে উড়িষ্যার মুখোমুখি অসম।। প্রথম একাদশে পরিবর্তন হচ্ছে না।। দলে থাকবেন রাহুল

অন্য একটি খবর,

  • অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া ভারত
  • বিরাটদের টি-২০ সিরিজে টিকিটের চাহিদা তুঙ্গে

পিকলু সরকার স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে প্রান্তজ্যোতির খবর,

প্রথম ইনিংসে লিড এ জয় পেল টাউন

মোটামুটি এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.