Also read in

Dancer Circle to celebrate late Kalika Prasad's birth anniversary tomorrow at Banga Bhavan

 

কালিকাপ্রসাদকে নিয়ে বরাক উপত্যকার মানুষের উচ্ছ্বাস বরাবরই স্বতঃস্ফূর্ত।তাই শিলচরে কালিকাপ্রসাদের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে তা বলা বাহুল্য। তবে এবার উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট লোকসংগীত শিল্পী কালিকাপ্রসাদের ৪৯ তম জন্ম বার্ষিকীতে আসাম সরকারের পক্ষ থেকেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল কালিকাপ্রসাদের জন্মদিনকে লোক সংহতি দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারের সংস্কৃতি বিভাগ কালিকাপ্রসাদের জন্মদিনে লোক সংহতি দিবসের অঙ্গ হিসেবে আগামীকাল অর্থাৎ বুধবার ডান্সার সার্কোলের সঙ্গে মিলিত হয়ে যৌথভাবে বঙ্গভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধে পাঁচটায়।

তাছাড়াও আসাম সরকারের সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে শিলচরে পাবলিসিটি’র মাইকে সারাদিন ধরে কালিকাপ্রসাদের গান বাজানো হবে বলে জানিয়েছেন ডান্সার সার্কোলের সভাপতি সৌমিত্র শঙ্কর চৌধুরী।

0

এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে যেমন সাংস্কৃতিক মেলবন্ধন আরো সুদৃঢ় হবে, তেমনি আসাম কিংবা ত্রিপুরা অথবা বরাক ও ব্রম্মপুত্রের মধ্যেও সাংস্কৃতিক মৈত্রী আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক সংস্থার সভাপতি সৌমিত্র। এখানে উল্লেখ করা যেতে পারে, এদিনের অনুষ্ঠানে আসাম ছাড়াও বাংলাদেশ ও ত্রিপুরার শিল্পীরাও অংশগ্রহণ করবেন।

সৌমিত্র শংকরের কাছ থেকে আরও জানা গেল, আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগ, ইন্ডিয়া ট্যুরিজম, গুয়াহাটি ও কাছাড়ের জেলা প্রশাসন এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সাহায্যের হাত বাড়িয়েছেন।

বিশিষ্টদের মধ্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সংস্কৃতি বিভাগের সচিব বিষ্ণু কে বরা, বিধায়ক দিলীপ কুমার পাল, কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে সবার উপস্থিতি কামনা করেছেন সৌমিত্র শংকর।

Comments are closed.