Also read in

Exceptional : 'Ashwas' NGO felicitates transgenders of Barak valley

রেলযাত্রায় সবাই এদের সম্মুখীন হন, হাততালি বা চুটকি বাজিয়ে বিশেষ অঙ্গ ভঙ্গিমায় ওরা টাকা আদায় করতে আসেন রেলযাত্রীদের কাছে। কেউ খুশিমনে পাঁচ- দশ টাকা দিয়ে দেন, কেউ বা বিরক্ত হন। হ্যাঁ, বৃহন্নলাদের কথা বলা হচ্ছে, যাদেরকে সাধারণ ভাষায় নিতান্ত অবহেলায় হিজরে বলেই ডাকা হয়। হ্যাঁ, তাদেরও আছে সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবন যাপনের আকাঙ্ক্ষা; রয়েছে সভ্য সমাজে সামাজিক ভাবে বেঁচে থাকার আর্তি।

সম্প্রতি গোলদিঘি মলে এদের নিয়ে এক বিশেষ ব্যতিক্রমী অনুষ্ঠান করলো ‘আশ্বাস’ এনজিও, সংবর্ধনা দিল তাদেরকে । সংবর্ধিত হলেন পায়েল সাহা কিন্নর, রানী কিন্নর, রুবিকা চক্রবর্তী কিন্নর সহ তৃতীয় লিঙ্গের সর্বমোট দশ জন।

অনুষ্ঠানে শোক-দুঃখ, ক্ষোভ, অভিমান উজাড় করে দিয়ে পায়েল সাহা কিন্নর বলেন, তাদের ও একটা মন রয়েছে, রয়েছে আবেগ-অনুভূতি, তারাও চান কাজকর্ম করে স্বাভাবিক ভাবে আরও দশ জনের মতো বেঁচেবর্তে থাকতে। কোথাও কোন কাজ করতে চাইলে সমাজ তাদের ফিরিয়ে দেয়, কপালে জুটে হাসি ঠাট্টা, কেউবা গালিগালাজ করে তাড়িয়ে দেয়। সচেতন সমাজের কাছে তাদের আবেদন সুস্থ-সবল ভাবে সমাজে বেঁচে থাকার সুযোগ দেওয়া হোক তাদেরকে।

কথা প্রসঙ্গে পায়েল সাহা জানান, “বরাক উপত্যকায় পনের-ষোলজন কিন্নরীরা রয়েছেন। এর মধ্যে প্রায় দশজন এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন জন্ম বিবাহ প্রভৃতিতে ঢোলক নিয়ে হাজির হয়ে নিজেদের জীবিকা নির্বাহ করেন। কেউ খুশিমনে পাঁচশ বা হাজার টাকাও দিয়ে দেন়, আবার কেউ গালিগালাজ করে তাড়িয়ে দেন়। আমাদের বাকি ছয় সাত জন ট্রেনে ট্রেনে ঘুরে টাকা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সুপ্রিম কোর্ট আমাদের যে অধিকার দিয়েছে, তা আমরা পাচ্ছি না । আমরা কোন গাড়িতে উঠে বসলে আমাদের পাশে কেউ বসে না। আমাদের মধ্যে শিশুরা পড়াশোনা করতে স্কুলে গেলে তাদেরকে শিক্ষক তথা ছাত্ররা গ্রহণ করতে পারে না। তাই আমাদের পড়াশোনাও করা হয়ে ওঠেনা।”

সংবর্ধনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে আশ্বাসের সাধারণ সম্পাদক অরুন্ধতী গুপ্ত জানান, কিছুদিন আগে ট্রেনে ধর্মনগর যাওয়ার সময় তার সাথে নিশা নামের এক বৃহন্নলার পরিচয় হয়েছিল। নিশার সাথে সহযাত্রীরা দুর্ব্যবহার করেছিল, তখন তিনি নিশার সাথে কথা বলে তার জীবন যন্ত্রণার কাহিনী শুনেন। তখনই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের করে কিন্নর-কিন্নরীদের সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলার কথা তার মাথায় আসে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনাদ পুরকায়স্থ, দীপায়ন ভট্টাচার্য, ঝলক চক্রবর্তী, ডঃ মনিকা দেব, পার্থ ভট্টাচার্য প্রমুখ; কিন্নরীরা তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ‌ । আশ্বাস এনজিওর পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক অরুন্ধতী গুপ্ত, সহ-সভাপতি পুজা দত্ত পুরকায়স্থ প্রমূখ।

Comments are closed.