Also read in

No Ghar Wapsi for 31 Bangladeshis as RPF arrests them on suspect of illegal migration

‘দেশের বাড়ি’ ফিরতে গিয়ে গ্রেফতার সন্দেহভাজন ৩১ বাংলাদেশি

ভিন্ন ভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করা ৩১ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গতকাল গ্রেফতার করল আরপিএফ। গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে রুটিন তল্লাশির সময় এদেরকে ধরা হয়। ধৃতদের মধ্যে ১০ জন মহিলা সহ ১৩ জন শিশু রয়েছে। এরা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে আগরতলা হয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনায় ছিল।

পূজো উপলক্ষে এমনিতেই অতিরিক্ত সতর্কতায় রাখা হয়েছে বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে। গতকাল সকাল প্রায় ১০টায় জিআরপিএফ’এর একটি দল সন্দেহের বশে জিজ্ঞাসাবাদ করে এদের শনাক্ত করতে সক্ষম হয়। জেরার সময় তারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোন নথিপত্র দেখাতে পারেনি , তাই তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় জিআরপির দল।

জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করেছে যে, তারা মূলত বাংলাদেশের নাগরিক ‌ । সুলেমান আলি নামক এক ব্যক্তি জানিয়েছে যে, বাংলাদেশ থেকে তারা পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরু গিয়েছিল। সেখানে চার বছর ধরে কর্মরত রয়েছে। জনৈক ফারুক আলী তাদেরকে আগরতলা হয়ে বাংলাদেশ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। কিন্তু পুলিশ দেখে সেই দালাল পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের সময় তারা আরও জানিয়েছে ৩০০০ টাকা এক দালালকে দিয়ে কাঁটাতারের নিচ দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল।

তবে তাদের বক্তব্যে উঠে এসেছে যে, ওরা ভিন্ন ভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিল। অনেকে আবার ভারতীয় নাগরিক হিসেবে কুড়ি বছর ধরে দিল্লিতে নিজের নামে ফ্ল্যাট কিনে বসবাস করছে। রয়েছে ব্যাঙ্ক একাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড প্রভৃতি।

ওরা আক্ষেপ করে জানিয়েছে যে এতদিন বেশ ভালো ভাবেই কাটছিল, কিন্তু দেশের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেই তাদের এই বিপদ ঘনিয়ে এল।

Comments are closed.