Also read in

Ram Madhav to visit Silchar to attend late Bimalangshu Roy's 81st birth anniversary

 

প্রাক্তন বিধায়ক প্রয়াত বিমলাংশু রায়ের ৮১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ২০ সেপ্টেম্বর শিলচরে আসছেন বিজেপির সভাপতি রাম মাধব। বিমলাংশু রায় ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানটি হবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে অংশ নেবেন রাম মাধব। পাশাপাশি প্রয়াত বিমলাংশু রায়ের জীবনীগ্রন্থও উন্মোচন করবেন তিনি।

শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিমলাংশু রায় ফাউন্ডেশনের তরফে সাংসদ রাজদীপ রায় অনুষ্ঠানের বিষয়ে জানান। তিনি বলেন, প্রাক্তন বিধায়ক জননেতা বিমলাংশু রায়ের জন্ম বার্ষিকী উদযাপনে প্রত্যেক বছর আমরা একটি বিশেষ ভাষণের আয়োজন করি। অতীতে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে দেশের বিভিন্ন নেতারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবার আমাদের সৌভাগ্য আমরা রাম মাধবের মতো বড় মাপের নেতাকে শিলচরে পাচ্ছি। ভাষণের শীর্ষক হচ্ছে “বিল্ডিং অ্যা নিউ ইন্ডিয়া: ইউনাইটেড স্ট্রং অ্যান্ড প্রসপেরাস”।

২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটির ব্যবস্থা করা হয়েছে। বিমলাংশু রায়ের জন্ম হয়েছিল ১৯৩৮ সালের ১৯ সেপ্টেম্বর।আমরা ১৯ তারিখ অনুষ্ঠানটি না করে বিশেষ কারণে পরের দিন করছি। অনুষ্ঠানের মূল ভাষণ ছাড়াও রাম মাধব এদিন প্রয়াত বিধায়কের জীবনী গ্রন্থ উন্মোচন করবেন। গ্রন্থটি রচনা করেছেন লেখক দীপঙ্কর ঘোষ। প্রায় দু’বছর ধরে গ্রন্থটির ওপর কাজ চলছে এবং এবার এটি উন্মোচনের পালা। শুধুমাত্র জীবনী নয়, এতে থাকবে অসম তথা উত্তর-পূর্বে বিজেপির উত্থানের কাহিনী। প্রায় সাড়ে তিনশ পাতার বইটিতে থাকবে বেশ কিছু মূল্যবান চিত্রও। আমরা গ্রন্থটি প্রকাশযোগ্য করে তোলায় অত্যন্ত স্বস্তি বোধ করছি। পাশাপাশি একটি আনন্দ রয়েছে যে আমার নিজের বাবার জীবনীগ্রন্থ উন্মোচন হবে।
১৯ সেপ্টেম্বর জেলা বিজেপির তরফে প্রয়াত বিমলাংশু রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু অনুষ্ঠান রাখা হয়েছে। তবে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে একটাই অনুষ্ঠান রয়েছে, যেটা ২০ তারিখ হচ্ছে।

৩৭০ ধারা নিয়ে অসম বিজেপির তরফে ২৩ সেপ্টেম্বর রাজ্যের চৌদ্দটি স্থানে বিশেষ ভাষণের আয়োজন করা হয়েছে। শিলচরের ভাষণটি প্রদান করবেন বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের সাংসদ ডিফু’র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Comments are closed.