Barak Bulletin is a hyperlocal news publication which features latest updates, breaking news, interviews, feature stories and columns.
Also read in

Today’s Headlines: Center concerned about the Momo Challenge, Issued guidelines. Siddique's 800 crores anonymous property trail found.

সুপ্রভাত, আজ শুক্রবার ৩১শে আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ১৪ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

নআরসি সংক্রান্ত বিভিন্ন খবর আজও স্থানীয় পত্রিকাগুলোর শিরোনামে উঠে এসেছে ।

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে

ভাষার ভিত্তিতে এনআরসিতে বৈষম্য হচ্ছে, নালিশ রাষ্ট্রসঙ্ঘে – মানবাধিকার পর্ষদের কাছে প্রতিবেদন পাঠাল হংকং ভিত্তিক সংগঠন এএলআরসি

সাথে আছে ,

এনআরসি ইস্যুতে কলকাতার পথে বিক্ষোভ

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ :

এনআরসির আগেই ভোটার তালিকা – “ডি’ ভোটার ঝামেলা মেটাতে খসড়া প্রকাশ পিছচ্ছে, প্রকাশিত হবে ১৫ সেপ্টেম্বর

সাথে আছে

১০% রি-ভেরিফিকেশনে নয়া সিঁদুরে মেঘ

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর :

সাবধানতা সত্ত্বেও এনআরসিতে ভুল কেন, অভিযোগের আঙ্গুল হাজেলার দিকেও

তবে প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে লিখেছে,

ইচ্ছাকৃত আক্রমণ : নোটবন্দি নিয়ে মোদি- জেটলিকে বিঁধলেন রাহুল ।। সঙ্ঘের ডাকে সাড়া নয়, আর্জি রাহুলকে

এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,

বন্ধুদের সুবিধা পাইয়ে দিতেই নোটবন্দি মোদির : রাহুল ।। উদ্দেশ্য সফল বিমুদ্রাকরণের , দাবি অরুণ জেটলির

সাথে আছে অরুণ জেটলির অন্য একটি বক্তব্য :

আগামী বছরে ব্রিটেনকে টপকে পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত: অর্থমন্ত্রী

প্রান্তজ্যোতি এ‍্যাঙ্কর নিউজে জানাচ্ছে:

সিদ্দেকের ৮০০ কোটির বেনামী সম্পত্তির হদিশ – রামকৃষ্ণনগরে বহু মূল্যের কুড়ি বিঘা জমির তথ্য দুর্নীতি দমন শাখার হাতে

প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর :

  • সততার অনন্য নজির – মোটা অঙ্কের টাকা পেয়ে বণিক সংস্থার কাছে জমা সহৃদয় ব্যক্তির
  • ভূ-স্বর্গে চলছে এনকাউন্টার! স্তব্ধ কাশ্মীর
  • দিনভর আন্দোলনে সাফল্য : আরোও ২টি বাস বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের
  • পাঁচ মিনিটেই প্রধানমন্ত্রী ঠিক হয়ে যাবে, ফর্মুলা লালুর
  • কর্নাটকে ১০০ দিন পূর্ণ করল জোট সরকার

সাময়িক প্রসঙ্গ এ‍্যাঙ্কর নিউজে লিখেছে:

মোমো চ‍্যালেঞ্জ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, জারি নির্দেশিকা ।। সতর্ক থাকতে কি করবেন ? নিজের সন্তান ও প্রতিবেশীদের এই গেম খেলার জন্য সাবধান করুন ।। অচেনা নম্বর কিংবা মোমোর নাম করে পাঠানো অজানা লিঙ্কে ক্লিক করবেন না

সাময়িকের আরও কয়েকটি খবর:

  • আমাদের ফাঁসানো হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে ঘরে গিয়ে ভারাভারা
  • আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • বাজপেয়ীর স্মরণে এবার বিজেপির কবি সম্মেলন
  • এবার ভাঙা হলো বিবেকানন্দের মূর্তি
  • সিবিআই আদালতে লালুর আত্মসমর্পন

তিনের পাতায় সাময়িকের খবর:

হাইলাকান্দি বিজেপি জেলা সদরের কার্যালয় ধুন্দুমার – গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা দিনভর উত্তেজনা

এশিয়ান গেমসের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে ,

রিলে দলের হয়ে এশিয়াডে প্রথম স্বর্ণপদক হিমার- অ্যাথলেটিকসে সোনালী স্রোত অব্যাহত

ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ৬ উইকেটে ৮৬ থেকে ২৪৬ রানের লড়াকু ইনিংস করে, এই খবরে যুগশঙ্খ লিখেছে,

ফের ইংল্যান্ডের ত্রাতার ভূমিকায় কারান, সঙ্গ দিলেন মঈনও – অ্যাডভান্টেজ হারালো টিম ইন্ডিয়া

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.