Also read in

Today’s Headlines: Ex-Chief minister of J&K Farooq Abdullah hackled during Eid prayers for chanting 'Bharat Mata ki Jai' at a Vajpayee tribute meet. Minorities are united to stop NRC harassment.

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার ২৩শে আগস্ট, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ৬ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রীর অস্থিকলস যাত্রার খবরকে আজ মুখ্য শিরোনাম করেছে দৈনিক প্রান্তজ্যোতি এবং নববার্তা প্রসঙ্গ।

দৈনিক প্রান্তজ্যোতির লিড নিউজ :

‘অটল অস্থিকলস’ নিয়ে রাজ্যে রঞ্জিত

সাথে আছে ,

আজ শিলচরে বাজপেয়ীর চিতাভস্ম, বিসর্জন সদরঘাটে

এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে :

  • সুবিশাল শোভাযাত্রা করে বাজপেয়ীর অস্থিকলস গুয়াহাটিতে, আজ বিসর্জন
  • আজ বিসর্জন বরাকেও, শিলচরে আয়োজন তুঙ্গে- অস্থিকলস তুলে দিলেন মোদি

তবে সাময়িক প্রসঙ্গ এনআরসির খবর কে মুখ্য শিরোনাম করে লিখেছে,

হয়রানি বন্ধে এককাট্টা সংখ্যালঘুরা: ‘খসড়া-ছুটদের আবেদন সরল করতে হবে’ ।।

সাথে আছে,

নথি দেখার নামে ভিন রাজ্যে অশান্তি বাড়ছে, সতর্ক আইবি

ঈদ-উল-আজহা সংক্রান্ত বিভিন্ন খবর আজ সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে

দৈনিক যুগশঙ্খ ঈদের দিনে কাশ্মীরে অশান্তির খবরকে লিড করে লিখেছে:

কোরবানি ঈদে ও রক্তাক্ত ভূস্বর্গ – নামাজের পর উত্তাল কাশ্মীর, উড়ল পাক পতাকা, শহীদ ২ পুলিশকর্মী ।। পুলওয়ামায় খুন ২ বিজেপি কর্মী

সাথে আছে ,

নামাজে বাধা ! ভারত মাতা কি জয় বলায় নিগ্রহ ফারুককে

এই প্রসঙ্গে সাময়িক লিখেছে :

‘জয় হিন্দ’ বলায় ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে জুতা

প্রান্তজ্যোতির খবর :

‘ভারত মাতা কি জয়’, ফারুককে লক্ষ্য করে ছোড়া হলো জুতো- পাথর

ঈদের অন্য একটি খবরে সাময়িক প্রসঙ্গ বক্স করে লিখেছে :

ডুবে আছে মসজিদ, মন্দিরেই ঈদের নামাজ

প্রান্তজ্যোতির খবর :

কোরবানির ছবির প্রচারে নিষেধাজ্ঞা মওলানাদের – সম্প্রীতির বার্তায় সম্পন্ন ঈদ-উল-আজহা

দৈনিক প্রান্তজ্যোতি সুপার এ‍্যাঙ্করে লিখেছে :

রাকেশের দৌরাত্ম্য : সেচ বিভাগেও ১৩৩ নিযুক্তি কেলেঙ্কারি

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর :

  • শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীত্বের শিরোপা মমতার, একাদশে সর্বা
  • ব্যাটেলিয়ন আধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
  • আজ মেঘালয় দুই আসনে উপ-নির্বাচন, ময়দানে কনরাডও
  • আজ গুজরাটে প্রধানমন্ত্রী মোদি

দৈনিক যুগশঙ্খ এ‍্যঙ্করে লিখেছে :

কেরল বন্যায় বিদেশি ত্রাণ ফেরালো দিল্লি- আপত্তি কোথায় প্রশ্ন বিজয়নের

তিন এর পাতায় যুগশঙ্খের খবর ;

মিজোরামের আদা গুদামে নিগৃহীত ৩ বাঙালি সুমোচালক, উত্তেজনা দক্ষিণ হাইলাকান্দিতে

দ্বিতীয় পৃষ্ঠায় সাময়িকের খবর:

  • জিরিবামে নির্মীয়মান সেতু ভেঙে আহত সাত জন নির্মাণ কর্মী
  • তৃতীয় পৃষ্ঠায় অটোচালক রুপম পাল হত্যাকাণ্ড নিয়ে একটি খবরে প্রান্তজ্যোতি লিখেছে
  • রুপম পালের পরিবারকে অর্থ সাহায্য সাংসদ, মন্ত্রীর।। কাছাড়ে আইন-শৃংখলার অবনতি ঘটছে : সুস্মিতা ।। হত্যাকারীরা রেহাই পাবে না, বললেন পরিমল

খেলার পাতায় এশিয়ান গেমসের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে :

  • উত্তেজক শুট-অফ জিতে সোনায় পাড়ায় রাহি
  • পুরুষরা ২৬, মহিলারা দিল ২১ গোল- হকিতে ভারতের গোলের বন্যা

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের খবরে যুগশঙ্খ লিখেছে:

ট্রেন্ট ব্রিজে মান-সম্মান পুনরুদ্ধার কোহলিদের ; তৃতীয় টেস্টে আগাগোড়া আধিপত্য দেখাল ভারত-ইংল্যান্ড হারল ২০৩ রানে

স্থানীয় মৃদুল হোড় ট্রফির খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

সেমিতে টাউন ক্লাব

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.