Also read in

Today’s Headlines: No Aadhar for intruders, voters and ration cards also will be dismissed.

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ১৮ই আষাঢ় , ১৪২৬ বঙ্গাব্দ ; ৪ঠা জুলাই, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি পদ থেকে সরে যাওয়ার খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

গান্ধীমুক্ত কংগ্রেস! রাহুলের ইস্তফা, দৌড়ে শিন্ডে-খাড়গে, অন্তর্বর্তী সভাপতির মতিলাল ভোরা

বড় বড় হরফে প্রান্তজ্যোতির লিড নিউজ,

পদত্যাগ ।। প্রোফাইল থেকে ডিলিট ‘কংগ্রেস সভাপতি’।। “বিজেপির বিরুদ্ধে ক্ষোভ নেই’

এন আর সি এবং বিদেশী ইস্যু নিয়ে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

অনুপ্রবেশকারীদের আধার নয়, খারিজ হবে ভোটার ও রেশন কার্ড, ফরমান দিল্লির।। বিদেশীর ডাটাবেস মজুদ রাখতে চালু হচ্ছে ই-এফটি

সাথে বক্স করে আছে,

এনআরসিতে আধার লিঙ্ক দিলে বায়োমেট্রিক তথ্য লাগবেনা

এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,

ঘোষিত বিদেশিদের বায়োমেট্রিক তথ্য মজুদ থাকবে ই- ট্রাইব্যুনালে

দৈনিক যুগশঙ্খের অ্যাঙ্কর নিউজ,

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণের মামলায় ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন

অন্য খবর,

তুঘলকি কান্ড- খসড়া থেকে ছিটকে গেলেন রন্টু বাগচি! ভুল খতিয়ে দেখবে এনআরসি দপ্তর

যুগশঙ্খের কয়েকটি টুকরো খবর,

  • মিজোরামে আশ্রিত ১৩৫ মায়ানমার শরণার্থীকে ফেরত পাঠালো আসাম রাইফেলস
  • ক্রস ভোটিংয়ের আশঙ্কা! গুজরাটের বিধায়কদের রাজস্থানে পাঠালো কংগ্রেস
  • মোদির ভর্ৎসনার পর আকাশের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বিজেপি

দৈনিক প্রান্তজ্যোতি বক্স করে জানাচ্ছে,

আজ রথযাত্রা, সেজে উঠেছে বরাক

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে ছবিসহ জানাচ্ছে,

আজ প্রথম দফায় অসমের হজযাত্রী মদিনা যাচ্ছেন – হাজি মুসাফিরখানা সংস্কারে রাজ্য দেবে ৫০ লক্ষ

সাময়িক প্রসঙ্গের আরও কয়েকটি খবর,

  • দুর্ঘটনায় প্রাণ গেল কৃতী শিক্ষক জগদীশ চক্রবর্তীর
  • বিদ্যুৎ বিভাগের কাছে বাকি ১.৫ লক্ষ, মালুগ্রামে অচল বিএসএনএল
  • বিএসএনএল বাঁচাতে ৭৪ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র- লক্ষাধিক কর্মী ছাঁটাই ও অবসরের বয়স কমানোর প্রস্তাব
  • রাজ্যে এনকেফেলাইটিস মৃত ৪৫, ডিসিদের কড়া নজরদারির নির্দেশ
  • পাকিস্তানেই রয়েছে দাউদ

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব নিয়ে প্রান্তজ্যোতির খবর,

এখনই বাংলা নয়, স্বরাষ্ট্রমন্ত্রক।। পশ্চিমবঙ্গের মানুষকে মর্যাদা দিন: মমতা

ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,

  • ছাত্র ভর্তিকে কেন্দ্র করে ফের উত্তাল এস এস কলেজ
  • ফি মুকুব-শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ালো জিসি কলেজের পড়ুয়ারা

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

আবার মূল্য বৃদ্ধির প্রবণতা

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

ক্ষমতার অহংকার, মোদির কড়া বার্তা

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

ফাঁকা আওয়াজ যেন না হয়!

এবং

সুব্যবস্থা

বিশ্বকাপ ক্রিকেটে গতকালের খেলায় ইংল্যান্ডের ৮ উইকেটে ৩০৫ রানে জবাবে নিউজিল্যান্ড দল কেবলমাত্র ১৮৩ রান পরাজয় বরণ করে, এই খবরে প্রথম পাতায় যুগশঙ্খের শিরোনাম,

ইংল্যান্ডের জয়ে বিদায় ঘন্টা বেজে গেল পাকিস্তানের

খেলার পাতায় প্রান্তজ্যোতি লিখেছে,

বিশ্ব কাপের শেষ চারে ইংল্যান্ড

আজ অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ম্যাচ নিয়ে সাময়িকের শিরোনাম,

আফগানদের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবলের আজকের কালাইন এসসি বনাম জালালপুর এমএফটি দলের ম্যাচ নিয়ে সাময়িকের শিরোনাম,

আজ জয়ের লক্ষ্যে নামবে জালালপুর

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিলাম।

দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.