Also read in

Today's Headlines: Sex scandal, we don't know any MLAs or govt officers, woman changes her statement; Amit Shah assures refugees

সুপ্রভাত ! আজ রবিবার, ১৩ই আগষ্ট, ২০১৮ খ্রিস্টাব্দ ; ২৬শে শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।

আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।

বিজেপি সভাপতি অমিত শাহের কলকাতায় প্রদত্ত ভাষণে এনআরসি নিয়ে বক্তব্যকে সবগুলো পত্রিকা আজ গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

অমিত শাহকে উদ্বৃত করে যুগশঙ্খের ৮ কলাম জোড়া সুপার এ‍্যাঙ্কর নিউজ:

হিন্দু শরণার্থীদের জিম্মা আমাদের : অমিত ।। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস-তৃণমূল।। ঘাসফুলের একুশকে টেক্কা দিল গেরুয়ার এগারো ।। বিজেপি সভাপতির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের

সাথে আছে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া,

ক্ষমতা থাকলে গোটা দেশে এনআরসি চালু করে দেখান – বিজেপি সভাপতি কে চ্যালেঞ্জ অধীরের

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ :

কোনও শরণার্থী ফেরৎ যাবেন না : অমিত ।। অসমে এনআরসি সফল হলেই হাত পড়বে হিন্দি বলয়ে ।। বাংলায় বিজেপি না এলে ১৯ টি রাজ্য জেতার দাম নেই

দৈনিক প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে জানাচ্ছে :

ডিজিটাল নর্থ-ইস্টের ভিশন ডকুমেন্ট প্রকাশ করলেন রবিশঙ্কর

একই প্রসঙ্গে যুগশঙ্খের এ‍্যাঙ্কর নিউজ :

গুয়াহাটি টেক সিটিতে ইলেকট্রনিক্স সামগ্রী তৈরির কোম্পানির ও সুইফটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রবিশঙ্কর ।। ডিজিটাল যোগাযোগে নতুন যুগের সূচনা হলো : মুখ্যমন্ত্রী

পুষ্প বিহার লেন কাণ্ড নিয়ে প্রান্তজ্যোতির খবর :

মধুচক্র : অসুস্থ বাদী বয়ান দিতে পারলেন না ।। ইজাফার হয়ে সালিশি দুই অভিযুক্তের, ক্ষোভ পুলিশের ভূমিকায়।। জড়িতদের নাম প্রকাশের দাবি জেলা কংগ্রেসের

সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে:

শিলচরে যৌন কেলেঙ্কারি, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে যুগশঙ্খের খবর :

কোন ও বিধায়ক সরকারি কর্মচারীকে চিনিনা, ভোল বদল এজাহার কারী দুই মহিলার – আদালতে জবানবন্দি দিতে এসে অজ্ঞান এক অভিযোগকারিণী।

রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁইর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের খবরে সাময়িকের এ‍্যাঙ্কর নিউজ :

ভোটে চোখ রেখেই আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত, সাফাই রাজনের ।। কেন্দ্রীয় মন্ত্রীর যৌন কেলেঙ্কারি, ওটা অসমের লজ্জা : সুস্মিতা

সাথে আছে,

রেল প্রতিমন্ত্রীর ইস্তফা চাইল কংগ্রেস

মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম :

রাজ্যের সুরক্ষায় সতর্ক থাকতেই মেঘালয়ের রাস্তায় তল্লাশি, নাগরিকপঞ্জিও চান কনরাড ।। সমরজিৎ হাফলংবার সহ ডিমা হাসাওয়ের ১৬ নেতা ভিড়লেন এনপিপিতে

এই প্রসঙ্গে সাময়িক ছবিসহ জানাচ্ছে:

‘বরাকের যাত্রীদের হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে’- ভূমিপুত্রদের সুরক্ষা দিতে মেঘালয়ে রাস্তা আটকে নথি পরীক্ষা, বললেন কনরাড

সাময়িকের আরও কয়েকটি খবর :

বাজপেয়ীর অবস্থা গুরুতর

শপথ ১৮ আগস্ট, গাভাস্কার, কপিল, সিধুকে আমন্ত্রণ ইমরানের

আমন্ত্রণ রক্ষা করা হচ্ছে না গাভাস্কারের

তিন মাস ডিটেনশন ক্যাম্পে থেকে জামিনে মুক্ত আমড়াঘাটের অজিত

দৈনিক যুগশঙ্খের আরও কয়েকটি খবর :

প্রক্সি ভোট! উনিশে অ‍্যাডভান্টেজ গেরুয়া শিবির

উৎকোচ বিরোধী আইনে সংশোধন, ঘুষ দেওয়া অপরাধ

বরখাস্ত ডিফুর মহকুমা শাসক

ভারত মার্কিন সামরিক হটলাইন চালু হলো

ভারতে সোনা পাচারের অবাধ ট্রানজিট হয়ে উঠেছে বাংলাদেশ

দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে :

রাফাল কাণ্ডে সুর চড়ালেন সোনিয়া ও, দাবি জেপিসি তদন্তের

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও দুটি খবর :

তিন তালাক বিলের সংশোধনী খারিজ করল মুসলিম পার্সোনাল ল বোর্ড

ডি’ সন্ত্রাসের শিকার পূর্ত বিভাগের স্থায়ী কর্মী সুভাষ রী

লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংস ১০৭ রানে গুঁড়িয়ে যাওয়ার পর ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫৭ রান করে, এই খবরে যুগশঙ্খ লিখেছে :

বিশাল লিড নিশ্চিত করলো ইংল্যান্ড, লর্ডসে লড়তেও পারছে না ভারত,সেঞ্চুরি ওয়াকসের

অন্য খবরে সময়িক জানাচ্ছে :

শিলচরের উঠতি ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং দিতে আসছেন ভাস্কর বরা

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.