Also read in

Today’s Headlines: The names of the Hindus should not be left out, BJP leaders demanded during their meeting with Rajnath. BJP will lose election in Madhya Pradesh, Chhattisgarh and Rajasthan - Survey

সুপ্রভাত ! আজ বুধবার, ১৫ই আগষ্ট, ২০১৮ খ্রিস্টাব্দ ; ২৯শে শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ। আজ স্বাধীনতা দিবস।।

সবাইকে ৭২তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম পরিবেশন করছি ।

নাগরিক পঞ্জি নিয়ে বিভিন্ন খবর আজও সবগুলো পত্রিকার শিরোনামে উঠে এসেছে।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে:

খসড়া-ছুটদের আবেদনের সময় বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রের এসওপিতে ।। আপত্তি দর্শাতে থাকছে না শাস্তির খাঁড়া, বৃহস্পতিবার চূড়ান্ত নির্দেশ জারি সুপ্রিম কোর্টের

একই খবরে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ:

আপত্তিতে শাস্তি নয়, রাজ্যের পথেই কেন্দ্র।। খসড়া থেকে বাদ পড়া ৪০ লক্ষের ভাগ্য নিয়ে সুপ্রিম কোর্টে এফিডেভিট

দৈনিক প্রান্তজ্যোতি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ভোটারদের নিয়ে এক সমীক্ষার খবরকে মুখ্য করে লিখেছে :

তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির হার দেখছে সমীক্ষা

সাথে আছে,

দেশে একসঙ্গে ভোট এখনই সম্ভব নয় : নির্বাচন কমিশন

এই প্রসঙ্গে সাময়িকের শিরোনাম :

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়ের ভোটে হারবে বিজেপি বলছে সমীক্ষা

এনআরসি প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

হিন্দুদের নাম বাদ পড়বে না! রাজনাথের সঙ্গে দেখা করে দাবি বিজেপি নেতাদের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে উদ্ধৃত করে আছে,

২৫ লক্ষ হিন্দু, ১৩ লক্ষ মুসলিম বাদ এনআরসিতে : মমতা।। অমিত শাহের বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট আছে কি!

দৈনিক প্রান্তজ্যোতি অ্যাংকর প্রতিবেদনে জানাচ্ছে :

আইনজীবী না থাকায় ফের শুনানি হলো না চন্দ্রধর দাসের- প্রখর রোদে তিন ঘন্টা মাটিতে শুয়ে অপেক্ষা করেও খালি হাতে ফিরলেন ১০২ বছরের বৃদ্ধ

দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে:

রাজধানীতে ঘুরছে বায়ুসেনার পোশাক পরা জঙ্গি, কড়া সতর্কতা

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

  • টাকার দামে রেকর্ড পতন
  • শিলচরে পতাকা উত্তোলন করবেন পল্লব লোচন, করিমগঞ্জে পরিমল
  • কীটনাশক খেয়ে আত্মঘাতী এনআরসি ছুট নির্মল পাল!
  • ধর্ষণ মামলা, রাজেনকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি সুস্মিতার
  • কাছড়ের নীলকণ্ঠ সহ ৪৩ জনকে সাহিত্য পেনশন

মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অধীন কৃষকদের ট্র‍্যাক্টর বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্রবৈদ্যের ভাষণকে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে:

মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখে কৃষি ব্যবস্থা : পরিমল।

নয় এর পাতায় সময়িকের খবর:

হাইলাকান্দিতে ও মদের বোতলে বুলডোজার চালালেন মন্ত্রী পরিমল

খেলার পাতায় প্রথম দুটি টেস্টে ব্যর্থতা নিয়ে যুগশঙ্খের প্রতিবেদন :

বিদেশে টেস্ট ব্যর্থতা- টিম ইন্ডিয়ার সেই ট্রাডিশন সমানে চলিতেছে

আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ফুটবল ফাইনাল চলাকালীন হঠাৎ স্থগিত রাখা নিয়ে যুগশঙ্খ জানাচ্ছে:

স্পোর্টস বোর্ড থেকে ইস্তফা চিত্তরঞ্জনের- আন্তঃকলেজ ফুটবলের তুঘলকি কাণ্ডে বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয়।। যা হয়েছে ঠিক হয়নি, তবে আমরা বাধ্য ছিলাম স্পষ্টীকরণ মিলনের

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.