Also read in

Two shocking deaths in Barak Valley; one alleged rape and murder, other a suicide

 

ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত দোয়ারবন্দ এবং বাগবাহার এলাকায় একই দিনে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগবাহার গাঁও পঞ্চায়েত সমষ্টিতে এক তরুণীর মৃতদেহ জল থেকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার ভোরে। জনজাতি গোষ্ঠীর তরুণীটি বুধবার বিকেল থেকে নিরুদ্দেশ ছিল। অন্যদিকে দোয়ারবন্ধ চা বাগান এলাকা থেকে ঝুলন্ত পচা গলা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানিয়েছেন, মিজোরাম সীমান্তসংলগ্ন কাছাড়ের বাগবাহার গাঁও পঞ্চায়েত সমষ্টিতে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর তরুণীটি বুধবার বিকেলে নিখোঁজ হয়। পরিবারের তরফে জানানো হয়েছে, সে দ্বাদশ শ্রেণীতে পড়তো এবং এলাকায় ছোট বাচ্চাদের টিউশন নিত। এদিন বিকেল তিনটে নাগাদ ঘর থেকে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। সারারাত খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরে এলাকার একটি জলাশয়ে তার মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। কেউ কেউ একে ধর্ষণ ও খুনের ঘটনা মনে করলেও আপাতত পরিবারের তরফে এব্যাপারে কোন বয়ান দেওয়া হয়নি। তার মৃতদেহ তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে বোঝা যেতে পারে তরুনীটি ধর্ষণ এবং খুনের শিকার হয়েছিল কিনা।

অন্য আরেকটি ঘটনায় দোয়ারবন্দ চা বাগান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান এলাকাবাসীরা এবং পুলিশকে খবর দেন। মৃতদেহটি বেশ পুরনো এবং পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ এটি শনাক্ত করতে পারেননি তাই অজ্ঞাতপরিচয় মৃতদেহ হিসেবে শিলচর মেডিকেল কলেজে এটি পাঠানো হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রত্যেক পুলিশ থানায় খবর দেওয়া হয়েছে কোথাও কোনো নিখোঁজ হওয়ার অভিযোগ রয়েছে কিনা।

একই দিনে পাশাপাশি এলাকায় দুইটি মৃতদেহ উদ্ধার হওয়াতে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। একটি গাছে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং এলাকার কেউ বুঝতে পারেন নি এটা নিয়ে অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে।

অন্যদিকে পাহাড়ি জনগোষ্ঠীর যুবতীর মৃত্যু নিয়ে সরব হয়েছেন বরাক ভেলি ইন্ডিজেনাস পিপলস কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। সংগঠনের সভাপতি বাবু সিংহ, সদস্য লোকনাথ সিংহ সহ একটি দল বৃহস্পতিবার বিকেলে বাগবাহার এলাকা পরিদর্শন করেন। তারা বলেন, এলাকায় একজন পাহাড়ি জনগোষ্ঠীর মেয়েকে নৃশংস হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের। এলাকার অনেকেই মনে করছেন এটি ধর্ষণ এবং খুনের ঘটনা। ‘তবে পুলিশি তদন্তের বাইরে গিয়ে আমরা এখনই কিছু বলতে চাইছি না। আমরা আশা করছি ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে’। যদি এটি খুন এবং ধর্ষণের ঘটনা হয় তাহলে অপরাধীকে গ্রেফতার করে অতিসত্বর শাস্তি প্রদান করা হবে।

Comments are closed.