Also read in

তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন অগ্রগামী, মিলল বি ডিভিশন ক্রিকেটের ছাড়পত্রও

 

১১ এপ্রিল : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গৌরী শংকর রায় স্মৃতি প্রাইজমানি তৃতীয় ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো অগ্রগামী ক্লাব। রবিবার প্রতিযোগিতার ফাইনালে তারা ৬ উইকেটে হারিয়ে দেয় কাছাড় স্পোর্টিং কে। এর সুবাদে আগামী মরশুমে দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করল অগ্রগামী।
এদিন সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অগ্রগামী। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত কুড়ি ওভারে সবকটি উইকেট এর বিনিময়ে ১২৪ রান করে কাছাড় স্পোর্টিং। ভালো রান পান মাসুম আহমেদ লস্কর (৪৭), হাসান সডিয়াল (১৬) ও করিম উদ্দিন লস্কর (১৫)। অতিরিক্ত ১২। তিন উইকেট নেন শান্তনু ঘোষ। দুটি করে নেন রুপন দাস বিক্রমজিৎ দাস।

রান তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অগ্রগামী ক্লাব। উল্লেখযোগ্য অবদান রাখেন সুমিত দাস (অপরাজিত ৩৮), অভিষেক পালিত (৩৪) ও বিক্রম জিৎ দাস (অপরাজিত ২২)। অতিরিক্ত ২২।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আট হাজার টাকা পেয়েছে অগ্রগামী। রানার আপ কাছাড় স্পোর্টিং পেয়েছে ট্রফিসহ পাঁচ হাজার টাকা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুমিত দাস। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন কাছাড় স্পোর্টিংয়ের মাসুম আহমেদ মজুমদার। সেরা বোলার অগ্রগামী ক্লাব এর রুপম দাস।
উল্লেখ্য, এবার প্রতিযোগিতায় মোট ৫৩ টি দল অংশ নিয়েছিল।

Comments are closed.