Also read in

শিলচর ডি এস এর সদস্যপদ বাতিল করল এ ও এ, এজেন্ডাতে নেই, তারপরও এমন সিদ্ধান্ত! সচিব লক্ষ্য বললেন, 'নিয়ম মেনেই নেওয়া হয়েছে'

শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ বাতিল করল অসম অলিম্পিক সংস্থা (এ ও এ)। বৃহস্পতিবার এ ও এর বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, শিলচর ডি এস এর সদস্যপদ বাতিল করার বিষয়টা কিন্তু এ জি এমের এজেন্ডায় ছিলনা। তারপরও এমন বড় সিদ্ধান্ত নিয়েছে এ ও এ।

অবশ্য, এমন একটা সিদ্ধান্ত যে অসম অলিম্পিক সংস্থা নিতে পারে তার একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছিলেন সচিব লক্ষ্য কোওর। গতবছর নভেম্বরে বরাক বুলেটিন কে সচিব জানিয়েছিলেন,শিলচর জেলা ক্রীড়া সংস্থা সম্পর্কে কার্যনির্বাহী বৈঠকে আলোচনা করা হবে। সেই বৈঠকেই শিলচর ডি এস এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এটাও সাফ জানিয়েদিয়েছিলেন, শিলচর ডি এস এ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং যেভাবে এ ও এর বিরুদ্ধে মিডিয়ায় মন্তব্য করেছেন, সেটা এ ও এর সিনিয়র সদস্যরা মোটেও ভাল চোখে দেখেননি। এখানেই না থেমে এ ও এ সচিব জানিয়ে ছিলেন, শিলচর জেলা ক্রীড়া সংস্থা যদি অভিভাবক ছাড়া চলতে পারে, তাহলে তাদের স্বাগত।

গতবছর ৩১ অক্টোবর বিশেষ সাধারণ সভা মুলতবি হওয়ার দিনই জি বি বৈঠকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ ও এ কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। তুমুল বিক্ষোভের জেরে বিশেষ সাধারণ সভা মুলতবি করতে হয়েছিল ডি এস এ কে। সেদিন সন্ধ্যায় জিবি বৈঠকে এক কড়া অবস্থান নিয়েছিল সংস্থা। সেই বৈঠকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলেন, এ ও এর বিরুদ্ধে এবার শেষ দেখে ছাড়া হবে। ঢের হয়েছে, আর সহ্য করা যাবে না। পরদিন সকালে জিবি বৈঠকের সমস্ত ব্রিফিং সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন বিজেন্দ্র। শিলচর ডি এস এর সেই কড়া অবস্থান যে ভালো চোখে দেখেনি এ ও এ, বিষয়টা সাফ জানিয়েছিলেন সচিব লক্ষ্য কোওর।

বৃহস্পতিবার এ ও এর বার্ষিক সাধারণ সভার শুরুতে কার্যনির্বাহী কমিটিতে শিলচরের প্রসঙ্গ তুলেন সচিব লক্ষ্য কোওর। তিনি সদস্যদের জানান, শিলচর জেলা ক্রীড়া সংস্থা কিভাবে মিডিয়ার সামনে এ ও এর বিরুদ্ধে শেষ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এমনটা করে যে শিলচর ডি এস এ অসম অলিম্পিক সংস্থার প্রত্যেক সদস্যর অপমান করেছিল, সেটাও তুলে ধরেন কোওর। এরপরই কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়, এই বিষয়টা এজিএমে তোলা হবে। সে অনুসারে এজিএমে শিলচর ডিএসএ প্রসঙ্গটা উঠানো হয়। যদিও বিষয়টা এজেন্ডায় ছিল না। এ নিয়ে সচিব কোওরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এজেন্ডা তে নেই, এমন আরো দু’তিনটি বিষয় ছিল। যা নিয়ে আলোচনা করা হয়েছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিষয়টাও এর মধ্যে ছিল। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে ও শিলচর ডি এস এ নিয়ে আলোচনা হয়েছে। ফলে সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে।’ এ ও এর সচিব জানান, সিদ্ধান্তটা মৌখিকভাবে শিলচর ডিএসএর প্রতিনিধিকে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলের মধ্যে লিখিতভাবেও জানিয়ে দেওয়া হবে শিলচর ডি এস এ কে।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এ জি এমে শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রসঙ্গ উঠতেই করিমগঞ্জ ও হাইলাকান্দি ডিএসএর প্রতিনিধিরা এ নিয়ে তীব্র আপত্তি জানান। তারা প্রশ্ন তোলেন, এজেন্ডা তে না থাকা সত্ত্বেও কেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আপত্তি জানান এজিএমে উপস্থিত শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি অজয় চক্রবর্তী ও। তবে তাতে কোনো কাজ হয়নি। শিলচর ডি এস এর সদস্যপদ বাতিল করলেও সেটা কতদিনের জন্য, এ সম্পর্কে এ ও এ স্পষ্টভাবে কিছু জানায়নি।
এনিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হা, এ ও এর সিদ্ধান্ত সম্পর্কে আমি জানতে পেরেছি। তবে ওরা এখন পর্যন্ত লিখিত ভাবে কিছু জানায়নি। ‌ আগে এই সিদ্ধান্তের কপি হাতে আসুক, তারপরই এ নিয়ে কিছু বলা যাবে।’

এদিন গুয়াহাটিতে সংস্থার সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী বিমল বরা, অসম ক্রিকেট সংস্থার সভাপতি রমেন দত্ত সহ রাজ্যের প্রত্যেক জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সচিব লক্ষ্য কোওর। তারপর গত সাধারণ সভার কার্যবিবরণী, অডিট রিপোর্ট এবং সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন তিনি। সভায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এছাড়া বার্ষিক সাধারন সভায় ২০২২-২৩ বর্ষের প্রস্তাবিত বাজেট গৃহীত হয়। এদিনের সভাতেই অসম অলিম্পিক সংস্থার সংশোধিত সংবিধান ও গৃহীত হয়।

Comments are closed.