Also read in

নির্বাসিত বিকাশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অসম হকি সংস্থাও

যৌন কেলেঙ্কারির দায়ে প্রাক্তন হকি সচিব বিকাশ ভট্টাচার্য কে আজীবন নিষিদ্ধ করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এবার নির্বাসিত বিকাশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল অসম হকি সংস্থাও। সেইসঙ্গে অসম হকি সংস্থার সচিব তপন দাস এটাও সাফ জানিয়ে দেন, রাজ্য সিনিয়র মহিলা দল গঠন নিয়ে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।

নির্বাসিত বিকাশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যৌন প্রস্তাবে রাজি হলে বিকাশ সেই নির্দিষ্ট খেলোয়ারকে রাজ্য দলে সুযোগ করে দিতেন। এ নিয়ে স্থানীয় এক সিনিয়র মহিলা হকি খেলোয়াড় ডি এস এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে ছিলেন। অভিযোগ এমনও রয়েছে যে নাথ পদবীর এক মহিলাকেও রাজ্য দলে সুযোগ করে দিতে কু প্রস্তাব দিয়েছিলেন বিকাশ। আর এই ঘটনাটি নাকি জানা ছিল অসম হকি সংস্থার জনা কয়েক কর্মকর্তারও ।তবে তপনবাবু এই অভিযোগ এককথায় অস্বীকার করলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, প্রতিভা ও পারফরম্যান্সের নিরিখেই রাজ্য দলে খেলোয়ারদের সুযোগ হয়ে থাকে।

অসম হকি সংস্থার সচিব আরো জানান, রাজ্য দল গঠনের জন্য নির্বাচকমণ্ডলী রয়েছে। তারাই দল গঠন করে থাকেন। যারা ভালো পারফরমেন্স করেন তারাই দলে সুযোগ পান। এই প্রক্রিয়ায় সংগঠকরা ও নাক গলাতে পারেন না। তবে তপনবাবু এটা স্বীকার করে নেন যে বিকাশের এমন কর্মকাণ্ড শুধু শিলচরের হকির জন্য নয়, গোটা রাজ্যের হকির জন্য বিরাট লজ্জাজনক ঘটনা।

উল্লেখ্য, নির্বাসিত হকি সচিব বিকাশ অসম হকি সংস্থার কপ্ট সহ সভাপতি। কয়েক মাস আগে শিলচরে সফর করে গিয়েছিলেন হকি ইন্ডিয়া ও অসম হকি সংস্থার দু-একজন শীর্ষ কর্তা। তখন নির্বাসিত বিকাশ তাদের সঙ্গেই ছিলেন।

Comments are closed.