Also read in

'বিসলারি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক': ৩০ দিনের জন্য বিক্রি নিষিদ্ধ আসামে

জলের বোতল কিনতে গেলে যে নামটা সবচেয়ে প্রথমে মানুষের মনে আসে সেটা হচ্ছে নিঃসন্দেহে ‘বিসলারি’।বলা যায় বিশ্বাসযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম।মুম্বাইতে হেডকোয়ার্টার থাকা, পানীয় জলের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ব্র্যান্ড সেই ‘বিসলারি’কে মস্ত বড় এক ধাক্কা খেতে হল। আসামের খাদ্য সুরক্ষা বিভাগ রাজ্যে এই ব্র্যান্ডের প্যাক করা পানীয় জলের বিক্রি নিষিদ্ধ করেছে।

খাদ্য সুরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে এই ব্র্যান্ডের জল খাদ্য সুরক্ষা এবং মান নিয়ন্ত্রণের নিয়ম অনুসরণ করে পরীক্ষা করা হয়েছে।বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬ এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী আমরা এই ব্র্যান্ডের জলে প্রচুর পরিমাণে ফ্লোরাইড পেয়েছি, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।’

সূত্র অনুসারে, খাদ্য সুরক্ষা ও মানদণ্ড আইন ২০০৬ এর বিধান অনুসরণ করে আসামের খাদ্য সুরক্ষা বিভাগ রাজ্যে ‘বিসলারি’ব্র্যান্ডের বোতলের জল তাৎক্ষণিকভাবে বিক্রি নিষিদ্ধ করেছে।

Comments are closed.