Also read in

হাইলাকান্দি সিভিল হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধের ওপর গার্ডের হামলা, তিন জন পুলিশ হেফাজতে

শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন রোগীর সঙ্গীর উপর চিকিৎসকদের তথাকথিত হামলার পর গতকাল রাতে হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে একই ধরনের হামলার আরেকটি ঘটনা জানা গেছে। এখানে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে আক্রমণ করেন হাসপাতালের নিরাপত্তারক্ষী।

৭০ বছর বয়সী ওই ব্যক্তি হাসপাতালের পুরুষ ওয়ার্ডে থাকা এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। গেটে প্রবেশ করার সময় নিরাপত্তা রক্ষী তাকে অনুমতি দিতে অস্বীকার করেন কারণ রোগীর সাথে শুধুমাত্র একজনের ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে। এই নিয়ে বৃদ্ধ ব্যক্তি এবং নিরাপত্তা রক্ষীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। হঠাৎ অন্যান্য নিরাপত্তারক্ষীরা দল বেঁধে এসে বৃদ্ধের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

জানা গেছে হামলার ফলে ঐ ব্যক্তি গুরুতরভাবে আহত হন এবং তাকে এই সিভিল হাসপাতালেই ভর্তি করা হয়। এই হামলার পর হাইলাকান্দি পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে হামলার সঙ্গে জড়িত তিন নিরাপত্তারক্ষীকে আটক করে। তাদের তিনজনকে হাইলাকান্দি সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ যে নিরাপত্তারক্ষীদের আটক করেছে তারা হলেন, রূপম নাথ, ইকবাল হুসেন লস্কর এবং জহিরুল ইসলাম লস্কর। স্থানীয় অনেকেই বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক হাসপাতালে নিয়োজিত এই নিরাপত্তারক্ষীরা রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করেন। প্রায়শই এরা মানুষের কাছে অর্থ দাবি করে এবং মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।

Comments are closed.