Also read in

হাইলাকান্দিতে গ্রেফতার দুই রোহিঙ্গা নাগরিক, আন্তর্জাতিক চক্রের হাত থাকার সন্দেহ

রাজ্যে পুনরায় ধরা পড়লো রোহিঙ্গা নাগরিক, অবৈধভাবে মায়ানমার থেকে ভারতে প্রবেশ করে এই দুই রোহিঙ্গা। এই দুজনের সাথে তাদের পাচারকারীকেও গ্রেফতার করা হয়।

হাইলাকান্দি পুলিশের জালে ধরা পড়ে এই দুইজন রোহিঙ্গা নাগরিক। হাইলাকান্দি জেলার ধলছড়া গ্রাম থেকে লালা পুলিশের একটি দল গ্রেফতার করে আব্দুল হালিম এবং লুবেদা বেগম নামের এই দুই রোহিঙ্গাকে। মায়ানমারের মন্ডু থানার কুঙ্কারপাড়া গ্রামে বাড়ি এই দুজনের।

কাছাড় জেলার সোনাই এলাকার এক ব্যক্তি তিন দিন আগে এই দুজনকে ধলছড়া গ্রামের হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে আসে। এদের হাবভাব দেখে সন্দেহ হওয়ায় হবিবুর রহমান পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হাবিবুর রহমানের বাড়ি থেকে এই দুজনকে গ্রেপ্তার করে, সাথে সোনাই এলাকার সেই ব্যক্তিটিকেও গ্রেফতার করে। তবে তদন্তের স্বার্থে সোনাই এলাকার ওই ভারতীয় নাগরিকের নাম এবং পরিচয় প্রকাশ করা থেকে বিরত থাকে পুলিশ।

এই রোহিঙ্গা পাচারের সাথে একটি বড় ধরনের আন্তর্জাতিক চক্র জড়িত আছে বলে সন্দেহ করছে পুলিশ‌ , ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

রোহিঙ্গাদের গ্রেফতারের পূর্ববর্তী ঘটনা জানতে হলে এখানে ক্লিক করুন

Cachar Police detains nine; 6 Rohingyas, 2 Bangladeshis from Saidpur in Barak Valley

 

Comments are closed.