Also read in

প্রকৃত ভারতীয় নাগরিকরা এনআরসি-র বাইরে থাকবেন না, অভয় রাম মাধবের

একজন প্রকৃত ভারতীয় ও এনআরসি তালিকার বাইরে থাকবেন না, বিমলাংশু রায় স্মারক বক্তৃতায় অংশগ্রহণ করে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এমনটাই আশ্বাস দিলেন।

বর্তমান সাংসদ রাজদীপ রায়ের পিতা প্রয়াত বিধায়ক বিমলাংশু রায়ের ৮১তম জন্মদিনে তার জীবনী সংক্রান্ত এক বইয়ের উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিমলাংশু রায় ফাউন্ডেশন, শিলচর। মেডিকেল কলেজের অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ভারত সংক্রান্ত এক আলোচ্য বিষয়ে মুখ্য বক্তা হিসেবে শিলচর আসেন রাম মাধব।

টানা ৪০ মিনিটের ভাষণে রাম মাধব বলেন, ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যারাই এ দেশে এসেছেন, তাদের নাগরিকত্ব সমস্যার সমাধানে সরকার ব্যবস্থা নেবে ; তাদের আশ্রয় ও নিরাপত্তা প্রদান নিয়ে জট খুলবে। ট্রাইব্যুনালের বাইরে যাতে সমস্যাটির জট খুলে সেজন্য উপায় বের করার ইঙ্গিত ও তিনি দেন। রাম মাধব বলেন প্রকাশিত তালিকায় কিছু ভুলভ্রান্তি রয়েছে, যেমন মাতা-পিতার নাম রয়েছে, কিন্তু সন্তানের নাম নেই। আবার সন্তানের নাম রয়েছে, কিন্তু মাতা- পিতার নাম নেই, এসব ভুল ভ্রান্তি ও শুধরে নেওয়া হবে।

দেশবিভাগের প্রসঙ্গ টেনে রাম মাধব বলেন, একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জী ও গোপীনাথ বরদলৈর জন্য অসমের এই অংশটি তৎকালীন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়নি। নাগরিকত্ব সংশোধনী বিল এনে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে আসা মানুষদের নাগরিকত্ব দেবে সরকার, এতে কোন অন্যথা হবে না।

এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সাংসদ তথা বিমলাংশু রায় ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি ডাঃ রাজদীপ রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ , উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রমূখ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদের মা বাণী রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বাবুল কুমার বেজবড়ুয়া।

Comments are closed.