Also read in

কংগ্রেসর বরিষ্ঠ নেতা সন্তোষ মোহন দেবের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায়

অভিজ্ঞ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন  হয়। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও মহান নেতার প্রতি সমর্থন জ্ঞাপনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেবের শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর চার কন্যা। তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক বীথিকাও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

রাহুল একটি বিবৃতিতে বলেন ,  “দেব একজন মহান নেতা ছিলেন, তাঁর মৃত্যুতে দেশের অনেক বড ক্ষতি হল। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে সহানুভূতি প্রকাশ করছি”।

Rahul Gandhi at Santosh Mohan Dev’s funeral

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল তাঁর বিদেহী আত্মার সম্মানে বারাক উপত্যকার তিনটি জেলায়  স্থানীয় ছুটির দিন ঘোষণা করেন। পূর্ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং  রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

৮৩ বছর বয়সে কিডনি এবং অন্যান্য অসুস্থতার কারণে দেব গতকাল শিলচর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

Comments are closed.