Also read in

আন্দোলন প্রত্যাহার, কাল থেকে ছন্দে ফিরছে আসাম বিশ্ববিদ্যালয়

একটানা আন্দোলনের পর প্রত্যাহৃত হল আন্দোলন । আগামীকাল থেকে ছন্দে ফিরছে আসাম বিশ্ববিদ্যালয়।

শিলচরের সাংসদ রাজদীপ রায়ের সাথে দফায় দফায় আন্দোলনকারী ছাত্র সংস্থা, আন্দোলন বিরোধী ছাত্ররা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রায় তিন ঘন্টা ম্যারাথন বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আনার পরিবেশ তৈরি হয়েছে। আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা এবং কাল থেকে খুলছে বিশ্ববিদ্যালয়ের দরজা, শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। আন্দোলনকারী ছাত্রদের ফ্রুট জুস খাইয়ে অনশন ভঙ্গ করান সাংসদ।

আলোচনা শেষে যে সিদ্ধান্ত উঠে এসেছে তা হল, মিলন দাসের রাষ্টিকেসনের আদেশ প্রত্যাহার করবেনা বিশ্ববিদ্যালয়, তবে আশ্বাস দেওয়া হয়েছে যে তার গবেষণা কাজ সম্পন্ন করতে বাধা দেওয়া হবে না। তবে প্রশাসনিক ভবন বা হোস্টেলে প্রবেশ করতে পারবে না মিলন দাস। তাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে, বিশ্ববিদ্যালয়ের শান্তি কোনভাবেই বিঘ্নিত করবে না সে।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আন্দোলনকারী কোন ছাত্রের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে না।

Comments are closed.