Also read in

ডিমা হাসাও জেলায় রেল অবরোধের ফলে পাহাড়ের সব ট্রেন বাতিল

ডিমা হাসাও জেলায় রেল অবরোধের কারণে বরাক উপত্যকার জনগণকেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই অবরোধের কারণে শিলচর থেকে যাত্রা করা এবং শিলচর অভিমুখে আসা অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে । এনসি হিলস ইন্ডিজিনাস স্টুডেন্টস ফোরাম অনির্দিষ্টকালের জন্য তাদের বিভিন্ন দাবি পূরণের সমর্থনে এই রেল অবরোধের ডাক দিয়েছে। এনসি পার্বত্য অঞ্চলে ধর্মঘট সংঘটিত হলে স্বাভাবিক ভাবেই বদরপুর লামডিং রেলওয়ে রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হবে।

শিলচর রেলওয়ে স্টেশনের সিনিয়র কর্মকর্তা জানান, রেল পরিষেবা কত দিন পর্যন্ত বিঘ্নিত হবে সেটার ব্যাপারে কোন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। রেল বিভাগের সিনিয়র সরকারি কর্মকর্তারা দাবিগুলো নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। দু’পক্ষ এ ব্যাপারে একমত হওয়ার পরই এই পরিষেবা পুনরায় আবার চালু করা হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, লামডিং-শিলচর ব্রডগেজ প্রকল্পের কাজে প্রায় ৫০টি গ্রামের ৫০০ পরিবারের কৃষি জমি ও বসতবাড়ি নষ্ট হওয়ার জেরে দীর্ঘদিন থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিল তারা; উত্তরপূর্ব সীমান্ত রেলের বিরুদ্ধে এই আন্দোলন অনেক পুরোনো। এই বাসিন্দাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেই ফোরামের এই প্রতিবাদ কর্মসূচি। এন এফ রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রেলওয়ে তার সব প্রতিশ্রুতি পালন করেছে এবং সময়মতো অর্থ প্রদান করেছে। কাজেই কাউন্সিল পর্যায়ে কিছু সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে।

Comments are closed.