Also read in

শিলচর-লামডিং রুটে শিগগিরই চলবে বিদ্যুৎ চালিত ট্রেন

বরাক তথা উত্তর পূর্ব বাসী রেল যাত্রীদের কাছে সুসংবাদ নিয়ে এসেছে এবারের বাজেট । ২০১৮ সনের জাতীয় বাজেটে ২৩৫৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে উত্তর পূর্বাঞ্চলের ২৫৩৬ কিলোমিটার রেল ট্র্যাক বিদ্যুৎ চালিত ইঞ্জিন উপযোগী করে তোলার জন্য । এর মধ্যে আছে – বদরপুর-লামডিং, বদরপুর-শিলচর, অরুনাচল-জিরিবাম, কাটাখাল- ভৈরবী, বদরপুর-করিমগঞ্জ-সাব্রুম, করিমগঞ্জ-মহিশাসন ।

Work towards electric trains to begin soon in Barak Valley

 উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য তুলে ধরে জানানো  হয়েছে যে, কাটিহার পর্যন্ত এই কাজ সম্পন্ন হয়েছে এবং গুয়াহাটি পর্যন্ত অংশের কাজ চলছে । বর্তমানে ট্রেনগুলো কাটিহার গিয়ে ইলেক্ট্রিক ইঞ্জিন নিচ্ছে  । যাত্রী সুবিধা বাড়ানোর  জন্য এবারের বাজেটে উত্তর পূর্বের জন্য  ৪৬ কোটী টাকার সংস্থান রাখা হয়েছে ।

 

The Union Budget 2018 has sanctioned electrification of the entire track-length of N. F. Railway

বলা বাহুল্য যে এই বিদ্যুতায়ন প্রকল্প রুপায়িত হলে উত্তর পূর্বের রেল ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে ।

 

Comments are closed.