Also read in

যাত্রী দের স্বস্তি : কর্তৃপক্ষের আশ্বাসে ডিমা হাছাও এ রেল অবরোধ প্রত্যাহার ।

ইন্ডিজিনাস স্টুডেন্টস ফোরাম আহুত অনির্দিষ্টকালীন রেল অবরোধ অবশেষে প্রত্যাহার করা হলো। অধিগৃহীত জমির ক্ষতিপূরণ না পাওয়ায় এই রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে আজ সকালবেলা এই অবরোধ প্রত্যাহার করা হয়।

ডিমা হাছাও এর অতিরিক্ত জেলা উপায়ুক্ত গতকাল রাত নয়টা তিরিশ মিনিটে হারেঙ্গাজাও রেলওয়ে স্টেশনে আন্দোলনকারীদের সাথে এক সভায় মিলিত হন এবং তাদের আশ্বাস দেন যে মে মাসের মধ্যে তাদের দাবি-দাওয়া পূরণ করার ব্যবস্থা নেওয়া হবে। এর পরে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার পর আন্দোলনকারীরা রেলওয়ে লাইন থেকে তাদের ব্যানার সরিয়ে দেয় এবং স্টেশন চত্বর ত্যাগ করে ।

নিজস্ব সূত্রে জানা গেছে এই অবরোধের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই ।

শিলচর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে যে প্রথমে একটি মালবাহী ট্রেন এই রাস্তায় চলাচল করবে এবং তারপরে ত্রিবান্দ্রম এক্সপ্রেস নির্দিষ্ট সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় গন্তব্যে যাত্রা করবে।

ধীরে ধীরে অন্যান্য ট্রেনগুলোর চলাচলও স্বাভাবিক হয়ে যাবে এ রকমই আশা করা যাচ্ছে। এখানে উল্লেখ করা যায় যে আন্দোলনের ফলে গত ১৯ এপ্রিল থেকে ডিমা হাছাও এর মধ্য দিয়ে সবগুলো ট্রেনের যাত্রা বাতিল বা সংক্ষিপ্ত ঘোষণা করা হয়েছিল। এই ফোরাম এর আগেও অনেকবার রেল অবরোধের ডাক দিয়েছিল কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আশা করা যাচ্ছে এবারে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে।

Comments are closed.