Also read in

করিমগঞ্জ স্টেট ব্যাঙ্কের জানালা ভেঙে চুরির চেষ্টা, সিকিউরিটি সাইরেন বেজে ওঠলে পালিয়ে যায় দুষ্কৃতিরা

লকডাউন পরবর্তী সময়ে চুরি-ছিনতাই ইত্যাদির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। বারবার অভিযোগ এলেও পুলিশের তরফে কোনও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়না, ফলে অপরাধীদের মনোবল দৃঢ় হচ্ছে। সাধারণ মানুষের বাড়িতে চুরির পর এবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিল্ডিংয়ের জানালা ভেঙে রীতিমতো ডাকাতির চেষ্টা করে একদল দুষ্কৃতি। তবে ব্যাঙ্কের সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাওয়ায় সাইরেন বেজে ওঠে এবং দুষ্কৃতিরা পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইস্ট করিমগঞ্জ শাখায়। বুধবার রাতে প্রায় সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতিরা ব্যাঙ্কের দুটি জানালা ভাঙ্গে। তারা ব্যাঙ্কের ভিতরে ঢুকতেই যাচ্ছিল এমন সময় সিকিউরিটি সিস্টেম এক্টিভেট হয় এবং জোরে সাইরেন বেজে ওঠে। এতে ঘাবড়ে গিয়ে তারা পালিয়ে যায়, তবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিল্ডিংয়ে জানালা ভেঙে ঢোকার সাহস করলে দুষ্কৃতিরা সাধারণ বাড়িতে যখন তখন এধরনের চেষ্টা চালাবে, এমনটাই মনে করেন এলাকাবাসীরা।

স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে স্থানীয় থানায় এব্যাপারে একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি বুধবার রাতে ঘটলেও বৃহস্পতিবার ভারত বনধ থাকায় তারা এজাহার দায়ের করতে পারেননি। অভিযোগের উপর ভিত্তি করে পুলিশের দল এসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাটি পরিদর্শন করেছে এবং দুষ্কৃতিদের অতিসত্বর পাকড়াও করা হবে বলে আশ্বাস দিয়েছে।

ব্যাঙ্কের চার পাশেই সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, সেগুলোর রেকর্ডিং দেখে আগামীতে দুষ্কৃতিদের শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে এলাকাবাসীরা মনে করেন, শুধুমাত্র আশ্বাস দিলে চলবে না, পুলিশের পক্ষ থেকে এধরনের অপরাধ আটকাতে দৃষ্টান্তমূলক কিছু পদক্ষেপ গ্রহণ না করলে দুষ্কৃতিরা আরও সাহস পাবে।

Comments are closed.