Also read in

শারদোৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফল জানালো পৌরসভা, পুরস্কার বিতরণ উনিশে

এই বৎসরের শারদোৎসব উপলক্ষে শিলচর পৌরসভা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা সমূহের ফলাফল ঘোষণা করা হল। এই প্রতিযোগিতা সমূহে যে সকল পূজা কমিটিগুলো বিভিন্ন বিভাগে পুরস্কার লাভে সক্ষম হয়েছে সেগুলো হলো,

প্রতিমা নির্মাণ:

প্রতিমা নির্মাণে প্রথম পুরস্কার পেয়েছে এন এন দত্ত রোড দূর্গা পূজা কমিটি

দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে দুটো পূজা কমিটিকে

১) মধ্য শহর সাংস্কৃতিক সমিতি, নরসিংটোলা

২) নর্থ ইস্ট কনজ্যুমার সেলস অ্যাসোসিয়েশন, সার্কিট হাউস রোড

প্রতিমা নির্মাণে তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে পাঁচটি পূজা কমিটিকে:

১)কলেজ টিলা পূজা কমিটি

২)বিএসএনএল দূর্গা পূজা কমিটি

৩) শ্রীপল্লী দূর্গা পূজা কমিটি, লিংক রোড

৪) শরৎপল্লী দূর্গা পূজা কমিটি

৫) শেওড়াতলা দূর্গা পূজা কমিটি।

মন্ডপ সজ্জা:

মণ্ডপ সজ্জায় প্রথম পুরস্কার পেয়েছে তরুণ ক্লাব,সোনাই রোড।

দ্বিতীয় পুরস্কার দুটো পূজা কমিটি কে দেওয়া হয়েছে,

১) দক্ষিণ বিলপার দূর্গা পূজা কমিটি

এবং

২)অম্বিকাপুর সার্বজনীন দূর্গাপূজা কমিটি, চৌরঙ্গী।

মণ্ডপসজ্জায় তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে তিনটি পূজা কমিটিকে,

১) এস এস রাইসমিল, তারাপুর

২) সুভাষ নগর-কলেজ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি,

৩) রেলওয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটি।

আলোকসজ্জা

আলোকসজ্জায় প্রথম হয়েছে তরুণ ক্লাব, সোনাই রোড

দ্বিতীয় দক্ষিণ বিলপার দূর্গাপূজা কমিটি,

তৃতীয় পুরস্কার পেয়েছে আনন্দ পরিষদ দূর্গাপূজা কমিটি।

শৃঙ্খলাপরায়ণতা

শৃঙ্খলা পরায়ণতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে মিতালী সংঘ দূর্গাপূজা কমিটি- বিলপার, তরুণ ক্লাব- সোনাই রোড এবং পঞ্চায়েত রোড সর্বজনীন দূর্গাপূজা কমিটি।

উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে যে আগামী ১৯শে ডিসেম্বর, বুধবার বিকেল চারটায় শিলচর পৌরসভা কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Comments are closed.